গ্লাসিয়ার ৩০০০ (আনুষ্ঠানিক নাম: গেস্টাড ৩০০০ এজি) সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের ডায়াব্লেরেটস পার্বত্য এলাকায় কেবল কার ও স্কি লিফট পরিচালনাকারী প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে স্থাপিত গ্লাসিয়ার ৩০০০ রেজিওন লে ডায়াব্লেরেটস-গেস্টাড এস. এ. দেওলিয়া হয়ে গেলে ২০০৫ সালে ঐ কোম্পানির সকল সম্পদ নিয়ে এই প্রতিষ্ঠানটি চালু হয়েছিল। এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের গেস্টাডে অবস্থিত।[১]
গ্লাসিয়ার ৩০০০ কোম্পানির প্রধান কেবল কারটি ১৯৬৪ সালে চালু এবং ১৯৯৯ সালে সংস্কার করা হয়েছিল। কেবল কারটি কোল দ্যু পিলন (উচ্চতা ১৫৪৬ মিটার) হতে সে রুজ পর্বত (উচ্চতা ২৯৫০ মিটার)-এর সংযুক্ত করেছে। সানফ্লুরন হিমবাহে গমনের জন্য প্রতিষ্ঠানটির একটি স্কি লিফটও আছে।[২] ২০০৫ সালে ফরাসি ব্যবসায়ী জিন ক্লড মিমরান, ব্রিটিশ ব্যবসায়ী এবং ফর্মুলা ওয়ান নির্বাহী বার্নি একলস্টোন এবং স্থানীয় সুইস ভূমি উন্নয়নকারী মার্সেল বাখ ত্রয়ী গ্লাসিয়ার ৩০০০ কোম্পানির সকল সম্পদ কিনে নেন।[৩][৪]