ঘরে-বাইরে | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | ন্যাশনাল ফিল্ম ডিভোলোপমেন্ট |
রচয়িতা | রবীন্দ্রনাথ ঠাকুর |
শ্রেষ্ঠাংশে | স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, জেনিফার কাপুর, সৌমিত্র চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
প্রযোজনা কোম্পানি | ন্যাশনাল ফিল্ম ডিভোলোপমেন্ট |
পরিবেশক | ন্যাশনাল ফিল্ম ডিভোলোপমেন্ট |
মুক্তি | ১৯৮৪ |
স্থিতিকাল | ১৪০ মিনিট |
ভাষা | বাংলা |
ঘরে-বাইরে বাঙালি চিত্রপরিচালক সত্যজিৎ রায় পরিচালিত একটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একই নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি মুক্তি পায় ১৯৮৪ সালে। এই ছবিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, জেনিফার কাপুর ও স্বাতীলেখা সেনগুপ্ত। সত্যজিৎ রায় ১৯৪০-এর দশকে তাঁর প্রথম ছবি পথের পাঁচালী নির্মাণেরও আগে এই ছবির চিত্রনাট্য রচনা করেছিলেন। এই ছবির বিষয়বস্তু নারীমুক্তি, যা সত্যজিতের বহু ছবিতে বহু ভাবে উঠে এসেছে। নারীর মুক্তিকামনার তার ভালবাসার পাত্রকে কীভাবে স্পর্শ করে, তা এই ছবিতে বিশেষভাবে পরিস্ফুট।[১] ছবিটি ১৯৮৪ কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'অর-এর জন্য প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হয়।[২]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |