ঘাটশিলা

ঘাটশিলা
Ghatshila
শহর
ঘাটশিলা, ঝাড়খণ্ড
ঘাটশিলা, ঝাড়খণ্ড
ঘাটশিলা Ghatshila ঝাড়খণ্ড-এ অবস্থিত
ঘাটশিলা Ghatshila
ঘাটশিলা
Ghatshila
ঝাড়খণ্ডের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′ উত্তর ৮৬°২৯′ পূর্ব / ২২.৬২° উত্তর ৮৬.৪৯° পূর্ব / 22.62; 86.49
রাষ্ট্র ভারত
রাজ্যঝাড়খণ্ড
জেলাপূর্ব সিংভূম
উচ্চতা১০৩ মিটার (৩৩৮ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট৩৭,৮৫০
 • ক্রমClass III
ভাষা
 • সরকারিবাংলা, হিন্দি, সাঁওতালি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৮৩২৩০৩
যানবাহন নিবন্ধনJH

ঘাটশিলা (ইংরেজি: Ghatshila বা Ghatsila), হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর। এই শহরটি সুবর্ণরেখা নদীর তীরে এবং এটি বনভূমি এলাকায় অবস্থিত। এখানে একটি রেলওয়ে স্টেশন আছে যেটি দক্ষিণ-পূর্ব রেলপথের অন্তর্ভুক্ত। ঘাটশিলা অতীতে ধলভূম রাজ্যের সদরদপ্তর ছিলো। এখানে তামার খনিটি বহু পুরোনো।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সনের আদমশুমারি অনুসারে[] ঘাটশিলার জনসংখ্যা ৩৭,৮৫০ জন; এদের মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%। ঘাটশিলার গড় স্বাক্ষরতার হার ৭৩%; যা জাতীয় গড় ৫৯.৫% থেকে বেশি। এখানকার পুরুষদের স্বাক্ষরতার হার ৭৯% এবং নারীদের স্বাক্ষরতার হার ৬৫%। ঘাটশিলায় ৬ বছর বয়সী শিশুর হার ১১%।

সুবর্ণরেখা নদী, ঘাটশিলা

পর্যটন

[সম্পাদনা]
রংকিনী দেবী মন্দির, ঘাটশিলা

ঘাটশিলা ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত। সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবৃত এই শহরটির পরিবেশ মনোরম। অতীতে আবহাওয়া বদল করতে বাঙালিরা ঘাটশিলা আসতেন। ঝাড়খণ্ডে অবস্থিত হলেও স্থানীয় অধিবাসীদের বৃহৎ অংশ বাংলা ভাষাভাষী। ভীষণা দেবী রংকিনীর মন্দির, সুবর্ণরেখা নদী, ফুলডুংরি, গালুডি, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি, বুরুডি লেক এবং তামার খনি ঘাটশিলার দ্রষ্টব্য স্থান।[]

যোগাযোগ

[সম্পাদনা]
ঘাটশিলা রেলওয়ে স্টেশন

হাওড়া মুম্বাই রেলপথের ওপর, খড়গপুর- টাটানগর বিভাগে ঘাটশিলা একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। ঘাটশিলা, রেল ও বাসযোগে ঝাড়খণ্ড রাজ্যের অন্যান্য শহরের সাথে যুক্ত। নিকটবর্তী বৃহৎ শহর ও শিল্পাঞ্চল হল জামশেদপুর। ঘাটশিলা রেলওয়ে স্টেশন দিয়ে দৈনিক একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন যাতায়াত করে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১ 
  2. ইচ্ছে ডানা (৩০ ২ অক্টোবর ০১৫)। "হাজারিবাগ টাটানগর ঘাটশিলা"। আনন্দবাজার পত্রিকা। ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২.০২.১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)