ঘোষ ওষ্ঠ্য স্পর্শধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।
আইপিএতে [b], [bh] বাংলা লিপিতে ব্, ভ্ যেমন "বা", "বসা", "বিশেষ", ইত্যাদি।
একই ঘরে দুটি বর্ণ থাকলে বামদিকেরটি অঘোষ ধ্বনি এবং ডানদিকেরটি ঘোষ ধ্বনি। ধূসর রঙের ঘরের ধ্বনির উচ্চারণ অসম্ভব বলে গণ্য করা হয়।
বিন্দু () পার্শ্ববর্তী স্বরধ্বনি:অকুঞ্চিত কুঞ্চিত