চইতক (Tailed Jay) | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
![]() | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Papilionidae |
গণ: | Graphium |
প্রজাতি: | G. agamemnon |
দ্বিপদী নাম | |
Graphium agamemnon (Linnaeus, 1758) | |
Subspecies[১] | |
| |
প্রতিশব্দ | |
|
চইতক[২] (বৈজ্ঞানিক নাম: Graphium agamemnon (Linnaeus) যার শরীর এবং ডানা কালচে খয়েরি বর্ণের, ডানায় সবুজ ছিট ছিট দেখা যায়। এরা বড় আকারের প্রজাপতি এবং ‘প্যাপিলিওনিডি’ পরিবারের এবং 'প্যাপিলিওনিনি' উপগোত্রের সদস্য[৩]। ক্ষিপ্র সতেজতা, বড়সড় আকার, ডানার উজ্জ্বল সবুজ ছিট প্রজাপতিটিকে আকর্ষণীয় করে তুলেছে।[২]
প্রসারিত অবস্থায় ডানার মাপ ৮৫-১০০ মিলিমিটার।[৪][৫]
ভারতে প্রাপ্ত চইতক এর উপপ্রজাতি হল- [৬]
প্রজাপতিটিকে ভারতসহ[৭] গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকায় দেখা যায়। হিমালয়ের ৫৯০০ ফুট পর্যন্ত এদের দেখা মেলে। এদের মূলত চিরহরিৎ অরণ্যে বেশি দেখা যায়।
প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
এই প্রজাপতির সামনের এবং পিছনের পিঠ কালচে খয়েরি রঙের। ওপর পিঠে কালচে খয়েরির উপর সার সার কলাপাতা সবুজ রঙের বিন্দু, বুটি এবং তির্যক টানের নকশা দেখা যায়। সামনের ডানাতে সারি দিয়ে পাশাপাশি সবুজ বিন্দু থাকে এবং তুলনায় হাল্কা খয়েরি বরন। পিছনের ডানায় কয়েকটা লাল বিন্দু দেখা যায়।[৮]
ডানার উপরিপৃষ্ঠের রঙ কালো অথবা ধূসর কালো এবং বিভিন্ন আকারের সবুজ দাগ এবং ছোপ যুক্ত। সামনের ডানার উপরিতলে পিছনের ডানা অপেক্ষা অধিক সবুজ দাগ এবং ছোপ দেখা যায়। সামনের ডানায় কোস্টাল প্রান্তরেখার বেসে একটি সবুজ ছোপ থাকে। সামনের ডানার সেল এর অঞ্চলের কাছে একটি তীর্যক সল্পদৈর্ঘ্য দন্ডাকৃতি পুরু দাগ এবং তার পাশে পাশাপাশি অবস্থিত সাতটি ক্রমিক ক্ষুদ্রাকার হয়ে যাওয়া ছোপ লক্ষ করা যায় (সবুজ এবং ঈষৎ হলদে মেশানো)। ডানার শীর্ষভাগে থাকে এপিকাল স্পট। সেল এর শীর্ষভাগ ছাড়িয়ে দুটি ছোপ, ইন্টারস্পেসে ১a এবং ১ এর বেস অঞ্চলে একটি ছোপ দেখা যায় যাকে অনুসরণ করে দুটি ক্ষুদ্র তীর্যক ম্যাকুলার বন্ধনী রয়েছে। ডিসকাল অঞ্চলে এক সারি ছোপ বর্তমান যেগুলি কোস্টার দিক বরাবর আকারে ছোট হতে দেখা যায়। পষ্টডিসকাল অঞ্চলে এক সারি অপেক্ষাকৃত ক্ষুদ্র ছোপ রয়েছে যেগুলির শুরু ইন্টারস্পেস ১ এর দুটি ছোপ থেকে। ডিসকাল এবং পোস্টডিসকাল উভয় সারির ছোপগুলি ইন্টারস্পেস ৭ এ রৈখিক অবস্থানচ্যুত।
পিছনের ডানার উপরিতলে একই রঙ বিশিষ্ট (সবুজ এবং ঈষৎ হলুদ) তিন সারি দাগ ছোখে পড়ে যেজুলি তীর্যক ভাবে এবং ডরসাল প্রান্তরেখার সাথে কম বেশি সমান্ররাল ভাবে বিন্যস্ত। এই তিন সারি দাগগুলির উপরের দিকের গুলি (ইন্টারস্পেস ৭ এ) সাদা। পিছনের ডানার বেস এর একদম প্রান্তভাগে একটি ছোট হালকা সবুজ ডোরা বর্তমান।
ডানার নিম্নপৃষ্ঠের রঙ ধূলামলিন বাদামী অথবা বাদামী এবং কালোর সংমিশ্রন। সামনের ডানার কোস্টাল প্রান্তরেখা বরাবর, শীর্ষ্পভাগে এবং ডিসকাল দাগগুলির বহিঃপ্রান্তরেখা বরাবর কম বেশি হালকা গোলাপী রঙের বিন্যাস লক্ষ করা যায়। সামনের ডানার ডর্সাল এবং টার্মিনাল প্রান্তরেখা ববাবর এবং পিছনের ডানার ইন্টারস্পেসে ৬ এবং ৭ এর বেস এ ও এই ঈষৎ গোলাপী রঙের ছোঁয়া চোখে পড়ে। উভয় ডানার নিম্নপৃষ্ঠের দাগ এবং ছোপগুলি উপরিপৃষ্ঠের ই ন্যায়, তবে নিম্নপৃষ্ঠের দাগ ছোপগুলি অপেক্ষাকৃত কম সুস্পষ্ঠ এবং কিছুটা বেশি ধূসর বর্ণের।
নিচের ডানার নিম্নপৃষ্ঠ ধূসর কালচে বর্ণের। ইন্টারস্পেস ৬ এবং ৭ এর ঈষৎ গোলাপী বর্ন বিন্যাস যুক্ত অঞ্চলে কিছু ছোপ রয়েছে যাদের অন্তর্ভাগ লাল প্রান্তরেখা যুক্ত। সিলিয়া অথবা ডানার প্রান্তবর্তী রোয়া খুব সরু এবং ফ্যাকাশে গোলাপী বর্ণের। শুঙ্গ ,মাথা, বক্ষদেশ (থোরাক্স) এবং পেটের উপরিপৃষ্ঠ কালচে। থোরাক্স এর উপরিতল এবং পেট এর দুই প্রার্শ্ব ধূসর সবুজ ছোপ যুক্ত এবং নিম্নপৃষ্ঠ ধূসর কমলা রঙের এবং বক্ষদেশের নিম্নভাগে হালকা গোলাপীর ছোঁয়া পরিলক্ষিত হয়।[৯]
স্ত্রী চইতক প্রজাপতির পুরুষ নমুনারই অনুরূপ, তবে স্ত্রী প্রজাপতির নমুনাতে উভয় ডানারই উপরিতল এবং নিম্নতলে ডরসাল প্রান্তরেখা বরাবর সবজে সাদা ছিটা দেখা যায়।[৯]
চইতক প্রজাপতির একটি উপপ্রজাতি কার-নিকোবর চইতক, দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ইহা মূল প্রজাতির সাথে অতিমাত্রায় সাদৃশ্যযুক্ত। চইতক প্রজাতি থেকে কার-নিকোবর চইতক উপপ্রজাতির নমুনাগুলিকে নিম্নলিখিত বৈশিষ্টগুলি দ্বারা আলাদা করা যায়।[৯]
কার-নিকোবর চইতক উপপ্রজাতির ডানার উপরিপৃষ্ঠের সবুজ দাগ ছোপগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র, বিশেষত সামনের ডানার ডিসকাল অঞ্চলে দাগ এবং ছোপের সারিগুলিতে। পিছনের ডানার নিম্নপৃষ্ঠে লাল বর্ণের পোস্টকোস্টাল ছোপ অপেক্ষাকৃত ছোট কিন্তু কালো অংশের উপর লাল রংটি অনেক বেশি জোরালো। অ্যানাল অঞ্চলে বৃহৎ লাল বর্ণের দাগ এবং প্রথম ডিসকো সেলুলার উপশিরার আগে অবস্থিত দাগটি ছাড়াও ২ নং ইন্টারস্পেসে একটি বড় লাল ছোপ থাকে। এছাড়াও ৩,৪ এবং ৫ নং ইন্টারস্পেসে তিনটি অগ্রবর্তী সেলুলাস এর প্রত্যেকটিতে একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র লাল ছোপ এবং লোয়ার মেডিয়ান সেলুলির বেস এ একটি ছিটে অথবা দাগ লক্ষ করা যায়।[৯]
এরা সাধারণত মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বসবাস করে।[১০] এদের বেশি উচ্চতায় দেখা যায় না। চইতক খুব চঞ্চল প্রকৃতির প্রজাপতি, যখন এরা ফুলের মধু পান করে অথবা জল্পান করে তখন এদের ডানা ক্রমাগত কাঁপাতে থেকে।[১১] যদিও ভিজে মাটি থেকে জলপান করতে খুব কম দেখা যায়। পুরুষ চইতকরা ফুলের মধু পান করতে খুব আগ্রহী বিশেষতঃ Lantana camara ফুল থেকে। এরা বিশ্রাম নেওয়ার সময় সবসময় ডানা মুড়ে বসে।[১২] তবে সকালের দিকে অথবা বৃষ্টি থামার পর, ভিজে ডানা শুকানোর জন্য এরা অনেকক্ষন এদের ডানা মেলে স্থির হয়ে বসে থাকে।[১৩] চইতকদের রাতের বেলা আলোর প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়।[১৪]
এই প্রজাতির প্রজাপতিদের ডিম ফুটে পূর্নাঙ্গ প্রজাপতিতে পরিনত হতে মোটামুটি ৩৩-৩৬ দিন সময় লাগে।[১৫]
চইতকের ডিম ফ্যাকাশে হলদেটে এবং অল্প সবুজ ঘেঁষা থাকে। এরা একটি একটি করে ডিম পাড়ে কচি পাতার নিচের দিকে। [১৬]
শূককীটগুলি লম্বাটে এবং প্রথম দশায় কালো বা কালচে সবুজ বর্ণের হয়। বক্ষের প্রতিটি দেহখণ্ডে এবং শরীরের একেবারে শেষ খণ্ডে দুটো করে সরু কাঁটা থাকে কালো রঙের। বয়স বাড়ার সাথে সাথে শূককীটেের শরীর ঘাসরঙা হয়ে আসে। মূককীট হওয়ার মুখে রঙ বদলে নীলচে সবুজ হয়ে আসে, তখন দেখলে মনে হয় আবরণীর ভেতরে যেন সবুজ তরল রয়েছে।[১৭]
এই শূককীট Annonaceae Lauraceae Magnoliaceae ও Cinnamomum গোত্রের বিভিন্ন উদ্ভিদ যেমন- আতা (Annona reticulata), নোনা (Annona squamosa),Annona discolor, Annona muriacata, চাঁপা [১৮] (Artabotrys hexaprtalus),দেবদারু (Polyalthia longifolia), বড়চালি বা মুড়মুড়ি (Polyalthia suberosa), Polyalthia cerasoides, Michelia doltospa, স্বর্ণচাঁপা Michelia champaca[১৯] ইত্যাদি গাছের পাতার রসালো অংশ আহার করে।
মূককীট এর রঙ নীলচে সবুজ বর্ণের। বক্ষ অংশে একটা উঁচিয়ে ওঠা বোঁটার মতো চূড়া আছে এবং এই চূড়ার রঙ খয়েরি। এদের মূককীট সাধারণত কোনো ডালের গায়ে বা পাতার পিছনে দেখা যায়। শূককীট এবং মূককীট উভয়ই প্রচুর প্যারাসাইটয়েডের শিকার হয়।