চকরিয়া | |
---|---|
শহর | |
বাংলাদেশে হোমনা শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৫′৪৩″ উত্তর ৯২°০৪′৩৯″ পূর্ব / ২১.৭৬১৯০৫° উত্তর ৯২.০৭৭৫৫১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা |
পৌর শহর | ১৯৯৪ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | চকরিয়া পৌরসভা |
আয়তন | |
• মোট | ১৫.৭৬ বর্গকিমি (৬.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭২,৬৬৯ |
• জনঘনত্ব | ৪,৬০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
চকরিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি চকরিয়া উপজেলার সদর। শহরটি চকরিয়া উপজেলার বৃহত্তম শহরাঞ্চল।
বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী চকরিয়া শহরের মোট জনসংখ্যা ৭২,৬৬৯ জন যার মধ্যে ৩৭,৩২৮ জন পুরুষ এবং ৩৫,৩৪১ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৬। শহরে মোট হোল্ডিং সংখ্যা রয়েছে ১৩,১৬৩টি।[১]
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২১°৪৫′৪৩″ উত্তর ৯২°০৪′৩৯″ পূর্ব / ২১.৭৬১৯০৫° উত্তর ৯২.০৭৭৫৫১° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১১ মিটার।[২]
১৯৯১ সালে চকরিয়া শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে চকরিয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ২৩টি মহল্লায় বিভক্ত। ১৫.৭৬ বর্গ কি.মি. আয়তনের চকোরিয়া শহর এলাকাটি চকরিয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৩]
চকরিয়া শহরের সাক্ষরতার হার হলো শতকরা ৬১.৩ ভাগ।