চক্রব্যূহ - আ ওয়ার ইউ ক্যান নট এসকেপ | |
---|---|
পরিচালক | প্রকাশ ঝা |
প্রযোজক | প্রকাশ ঝা সুনীল লুল্লা |
রচয়িতা | আনজুম রাজাবলী সাগর পান্ড্যা |
চিত্রনাট্যকার | আনজুম রাজাবলী প্রকাশ ঝা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | সচিন কৃষ্ণ |
সম্পাদক | সন্তোষ মণ্ডল |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | বেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩০০ মিলিয়ন (ইউএস$ ৩.৬৭ মিলিয়ন)[৩] |
আয় | ₹২৫৭ মিলিয়ন (ইউএস$ ৩.১৪ মিলিয়ন)[৩] |
চক্রব্যূহ প্রকাশ ঝা পরিচালিত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার রাজনৈতিক মারপিটধর্মী থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অর্জুন রামপাল, অভয় দেওল, এশা গুপ্তা, মনোজ বাজপেয়ী ও অঞ্জলি পাতিল। এটি নকশাল আন্দোলনের সামাজিক ভাষ্য হিসেবে নির্মিত হয়েছে।[৪][৫][৬]
চলচ্চিত্রটির প্রথম ট্রেইলার প্রকাশিত হয় ২০১২ সালের ১৬-১৭ই আগস্টের মাঝরাতে। চলচ্চিত্রটি ২০১৪ সালের ২৪শে অক্টোবর দূর্গা পূজায় ভারতের ১১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২] মুক্তির পর ইতিবাচক পর্যালোচনা অর্জন করলেও চলচ্চিত্রটি দর্শকদের আকৃষ্ট করতে পারেনি।
চক্রব্যূহ চলচ্চিত্রের সুর করেছেন সেলিম-সুলেমান, আদেশ শ্রীবাস্তব, শান্তনু মৈত্র, সন্দেশ শাণ্ডিল্য ও বিজয় বর্মা, এবং গীত লিখেছেন ইরশাদ কামিল, পঞ্চি জালোনবি, অশীষ সাহু, ও এ. এম. তুরাজ। "টাটা, বিরলা, আম্বানি অউর বাটা" গানটি সেন্সর বোর্ডের প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু পরে বিবৃতিতে বলা হয় যে এই নামগুলো প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা মার্কার নামে কোন প্রকার ক্ষতির উদ্দেশ্যে করা হয়নি।[১৮] "কুন্ডা খোল" গানটিতে সামিরা রেড্ডি ও মুরলী শর্মাকে দেখা যায়।[১৯] "তাম্বাই রং তেরা" আইটেম গানটির নৃত্য পরিচালনা করেন গণেশ আচার্য।[২০] মিউজিকপার্ক.কম অ্যালবামটিকে ৬/১০ রেটিং দিয়ে লিখে "এই বিন্যাস কাজ করে না।"[২১]
চক্রব্যূহ | |
---|---|
সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | অক্টোবর ২০১২ |
শব্দধারণের সময় | ২০১২ |
সঙ্গীত প্রকাশনী | ইরোস ইন্টারন্যাশনাল |
প্রযোজক | প্রকাশ ঝা |
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "পারো" | শান, আদেশ শ্রীবাস্তব, সুনিধি চৌহান | |
২. | "কুন্ডা খোল" | সুনিধি চৌহান | |
৩. | "ছিন কে লেঙ্গে" | সুখবিন্দর সিং | |
৪. | "মেহঙ্গাই" | কৈলাশ খের | |
৫. | "আইয়ো পিয়াজী" | ওস্তাদ রাশিদ খান | |
৬. | "মেহঙ্গাই (পুনর্মিশ্রণ)" | অমিত মিশ্র | |
৭. | "চক্রব্যূহ - থিম" | বেনি দয়াল | |
৮. | "তাম্বাই সে রং" | সেলিম মার্চেন্ট, বেনি দয়াল, শান |
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
৫ম মির্চি সঙ্গীত পুরস্কার | বর্ষসেরা রাগ-অনুপ্রাণিত গান | "আইয়ো পিয়াজী" | মনোনীত | [২২][২২] |