চন্নী আনন্দ | |
---|---|
জন্ম | জম্মু কাশ্মির, ভারত |
পেশা | সাংবাদিক, চিত্রগ্রাহক |
জাতীয়তা | ভারতীয় |
উল্লেখযোগ্য পুরস্কার | পুলিৎজার পুরস্কার[১] |
চন্নী আনন্দ একজন কাশ্মিরি সাংবাদিক। ২০২০ সালে তিনি সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার পুরস্কার লাভ করেন।[২] তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের চিত্র সাংবাদিক হিসেবে কাশ্মীর নিয়ে ভারতের ক্র্যাকডাউনের ছবিগুলির জন্য নির্বাচিত আলোকচিত্র বিভাগ এই পুরস্কার লাভ করেন।
চন্নী আনন্দ ভারত শাসিত জম্মু কাশ্মিরের বাসিন্দা।
তিনি ভারত-পাকিস্তান সীমান্তের সহিংসতা, রাজনৈতিক বিকাশ, দক্ষিণ এশিয়ায় ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত হওয়ার গল্পগুলি কভার করেছেন। তিনি ২০০০ সাল থেকে অ্যাসোসিয়েটেড প্রেসে কাজ করছেন।
চন্নী আনন্দ বর্তমানে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের সাংবাদিক হিসেবে কাজ করেন।[৩]
২০১৯ সালের আগস্টে ভারত শাসিত কাশ্মিরে অভূতপূর্ব পরিস্থিতির ওপর কাভারেজ করে তিনি আরও দুই জন চিত্র সাংবাদিক দার ইয়াসিন এবং মুখতার খান-এর সাথে সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতে নেন।[৪]
Channi Anand