অন্যান্য নাম | অহুনা, হাঁড়ি মাংস, বটলোহি |
---|---|
প্রকার | মূল খাদ্যপদ |
উৎপত্তিস্থল | ভারত |
অঞ্চল বা রাজ্য | চম্পারন, বিহার |
পরিবেশন | গরম |
প্রধান উপকরণ | মুরগি , মাটন, ভারতীয় মশলা |
সাধারণত ব্যবহৃত উপকরণ | ঘি, সরিষার তেল, দই, পেঁয়াজ, আদা, শুকনো ফল |
ভিন্নতা | অনেক |
অনুরূপ খাদ্য | মাটন কারি, চিকেন কারি |
চম্পারন মাংস, যা অহুনা, হান্ডি মাংস বা বাটলোহি নামেও পরিচিত, এটি [১] বিহারের জেলা চম্পারনে উৎপত্তি লাভ করা একটি খাদ্য পদ।[২][৩][৪][৫] সরিষার তেল ও ঘি, রসুন, পেঁয়াজ, আদা মসলার বাটার মিশ্রণে মাংস মেরিনেট করা হয়।[২][৩][৪][১] হাঁড়ির মুখ গুঁড়ো ময়দা দিয়ে বন্ধ করা হয়।[২][৩][৪][৫] এটি একটি কাঠের আগুনের কম শিখায় ধীরে ধীরে রান্না করা হয় ও রান্না করার সময় অবিরাম এপাশ-ওপাশ করে উল্টানো হয়।[২][৩][৪][৫][১] স্বাদ ও রান্নার সময় মাংসের মানের উপর নির্ভর করে।[২][৩][৪][৫][১]
চম্পারন মাংস তৈরিতে যেসব উপকরণের প্রয়োজন- ১ কেজি মাটন, ৭৫০ গ্রাম কাটা পেঁয়াজ, ২টি রসুনের কোয়া (চূর্ণ করা), ৬ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ ডেজি মির্চ, ২ টেবিল চামচ কাশ্মীরি মরিচ, ২ টেবিল চামচ লেবুর রস, ১৫০ গ্রাম দই, ১/২ কাপ সরিষার তেল, ১ চা চামচ মৌরি গুঁড়া, ১ চা চামচ গরম মসলা গুঁড়া, ১০টি লবঙ্গ, ৮টি কালো গোলমরিচ, ২ ইঞ্চি দারুচিনি লাঠি ও ১টি তেজপাতা।