চলতে চলতে | |
---|---|
পরিচালক | সুন্দর ধর |
প্রযোজক | ভীষ্ম কোহলি |
রচয়িতা | সুন্দর ধর |
চিত্রনাট্যকার | সুন্দর ধর |
কাহিনিকার | আনমোল পুরোহিত |
শ্রেষ্ঠাংশে | বিশাল আনন্দ সিমি গারেওয়াল |
সুরকার | বাপ্পী লাহিড়ী[১] অমিত খান্না (গীতি) |
চিত্রগ্রাহক | চমন কে বাজু |
সম্পাদক | রবি পাটনায়েক |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
চলতে চলতে (হিন্দি: चलते चलते) হচ্ছে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি প্রণয়ধর্মী সহিংসতাবাদী চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন বিশাল আনন্দ (মূল নামঃ ভীষ্ম কোহলি যিনি চলচ্চিত্রটির প্রযোজক ছিলেন)[২] সিমি গারেওয়াল এবং নাজনীন। বাপ্পী লাহিড়ীর সঙ্গীত পরিচালনা চলচ্চিত্রটিকে একটি অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো, এবং কিশোর কুমারের গাওয়া 'চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা' গানটি তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলো।[৩]
গীতার স্বামী মারা গেছে এবং সে হঠাৎ একদিন রাস্তায় তার স্বামীর মত এক পুরুষকে দেখতে পায় তবে সেই পুরুষটি নিজেকে রবি বলে দাবী করে এবং বলে যে ওর স্ত্রী আছে যার নাম আশা।
# | শিরোনাম | কণ্ঠশিল্পী |
---|---|---|
১ | "চলতে চলতে" | কিশোর কুমার |
২ | "চলতে চলতে (দুঃখ)" | কিশোর কুমার |
৩ | "দূর দূর তুম রাহে" | লতা মঙ্গেশকর |
৪ | "জানা কাহাঁ হে" | বাপ্পী লাহিড়ী, সুলক্ষ্মণা পণ্ডিত |
৫ | "পিয়ার মেঁ কাভি কাভি" | শৈলেন্দ্র সিং, লতা মঙ্গেশকর |
৬ | "স্বপ্নো কা রাজা" | শৈলেন্দ্র সিং, সুলক্ষ্মণা পণ্ডিত |