![]() ২০১২ সালে কুয়াংচৌর হয়ে চাং | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | [১] | ৯ মে ১৯৮৯||
জন্ম স্থান | শানতুং, চীন | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সাংহাই পোর্ট | ||
জার্সি নম্বর | ৫ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫১, ১১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
চাং লিনপেং (চীনা: 张琳芃, ইংরেজি: Zhang Linpeng; জন্ম: ৯ মে ১৯৮৯) হলেন একজন চীনা পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে চীনা ক্লাব সাংহাই পোর্ট এবং চীন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৮ সালে, চাং চীন অনূর্ধ্ব-২০ দলের হয়ে চীনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত চীনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৯ সালে চীনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; চীনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০১ ম্যাচে ৬টি গোল করেছেন।
চাং লিনপেং ১৯৮৯ সালের ৯ই মে তারিখে চীনের শানতুংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
চাং চীন অনূর্ধ্ব-২০ এবং চীন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে চীনের প্রতিনিধিত্ব করেছেন। চীনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।
চাং কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত চীনের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
চীন | ২০০৯ | ১ | ১ |
২০১০ | ১৩ | ২ | |
২০১১ | ৫ | ১ | |
২০১২ | ৪ | ০ | |
২০১৩ | ৮ | ০ | |
২০১৪ | ৯ | ০ | |
২০১৫ | ৮ | ১ | |
২০১৬ | ৭ | ০ | |
২০১৭ | ৭ | ০ | |
২০১৮ | ৬ | ০ | |
২০১৯ | ১১ | ০ | |
২০২১ | ৯ | ০ | |
২০২২ | ৪ | ০ | |
২০২৩ | ৯ | ১ | |
সর্বমোট | ১০১ | ৬ |