চাউকে জেলা আফগানিস্তানের কুনার প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত একটি জেলা।২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩১,৬০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে চাউকে গ্রাম (৩৪°৪১′৪৬″ উত্তর ৭০°৫৫′২৯″ পূর্ব / ৩৪.৬৯৬১° উত্তর ৭০.৯২৪৭° পূর্ব)যেটি উপত্যকা থেকে ৭২৬ মিটার উচ্চতায় কুনার নদীতে পাশাপাশি অবস্থান করছে। যুদ্ধকালীন সময়ে জেলাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, প্রায় ৮০% ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়।
![]() |
আফগানিস্তানের কুনার প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |