চাকমা | |
---|---|
Changma 𑄌𑄋𑄴𑄟𑄳𑄦,𑄌𑄋𑄴𑄟𑄳𑄦 𑄞𑄌𑄴 | |
![]() চাকমা লিপিতে ‘চাকমা ভাচ’ | |
দেশোদ্ভব | বাংলাদেশ ও ভারত |
অঞ্চল | পার্বত্য চট্টগ্রাম, CADC, মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ |
মাতৃভাষী | ৩,৩০,০০০ জন বাংলাদেশে (২০০৭)[১] ২২৮,০০০ ভারতে (২০১১)[১] |
বাংলা লিপি[২] চাকমা বর্ণমালা | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | ccp[৩] |
গ্লোটোলগ | chak1266 [৪] |
আইইটিএফ | ccp |
চাকমা ভাষা / চাঙমা (আধ্বব: /ˈtʃɑːkmə/; স্বনাম: 𑄌𑄋𑄴𑄟𑄳𑄦 𑄞𑄌𑄴, Changmha Bhasha) হলো একটি ইন্দো-ইউরোপীয় ভাষা তথা ইন্দো-আর্য ভাষা যাতে চাকমা এবং ডাইংনেট লোকেরা কথা বলে। এই অঞ্চলের অন্যান্য ভাষার সাথে ভাষাটির সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেমন চাটগাঁইয়া, তঞ্চঙ্গ্যা, আরাকানি এবং অন্যান্য।
কিছু চাকমা কথার মধ্যে চাঁটগাইয়ার সাথে সামঞ্জস্য লক্ষ্য করা যায়, যেটি মূলত পূর্ব ইন্দো-আর্য ভাষা এবং এটি অসমীয়ার সাথে সম্পর্কযুক্ত। এটিতে প্রায় ৩৮০,০০০ লোক কথা বলে। এর মধ্যে ১৫০,০০০ দক্ষিণ-পূর্ব বাংলাদেশে, প্রাথমিকভাবে পার্বত্য চট্টগ্রামে, এবং আরও ২৩০,০০০ ভারতে, যার মধ্যে ৯৭,০০০ মিজোরাম,[৫] ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ। এটি চাকমা লিপি ব্যবহার করে লেখা হয়, তবে এই লিপিতে সাক্ষরতা কম।
চাকমা ভারতের ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। ভারতে, এটি প্রাথমিকভাবে চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদে (CADC) বলা হয় যা মিজোরামের লংৎলাই জেলার তুইচাং নির্বাচনী এলাকা এবং ত্রিপুরার অনেক জায়গা নিয়ে গঠিত।
যদিও ২০১১ সাল পর্যন্ত চাকমা ভাষার কোনো রেডিও বা টেলিভিশন স্টেশন ছিল না, সামাজিক মিডিয়া এবং ইউটিউবে ভাষাটির উপস্থিতি রয়েছে। পার্বত্য শিক্ষা চাকমা স্ক্রিপ্ট ওয়েবসাইট টিউটোরিয়াল, ভিডিও, ই-বুক এবং চাকমা ভাষার ফোরাম প্রদান করে।[৬]
২০১২ সালে, ত্রিপুরা সরকার ত্রিপুরার প্রাথমিক বিদ্যালয়ে চাকমা লিপিতে (বা আঝা পাঠ) চাকমা ভাষা প্রয়োগের ঘোষণা দেয়। মাতৃভাষায় প্রাথমিক পর্যায় পর্যন্ত শিক্ষা প্রদান একটি জাতীয় নীতি। শুরুতে, ত্রিপুরার চাকমা কেন্দ্রীভূত এলাকার ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব লিপিতে চাকমা ভাষার বিষয় চালু করা হয়েছে।[৭][৮]
“জানুয়ারি ২০১৪ শিক্ষা মৌসুমের প্রস্তুতি হিসাবে, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতোমধ্যে ৬টি ভাষায় বই ছাপানো শুরু করেছে ... চাকমা, কোকবোরোক (ত্রিপুরা সম্প্রদায়), মারমা, সাঁওতাল, সাদরি (ওরাও সম্প্রদায়) এবং আচিক।”[৯]
মর থেংগারি (মাই বাইসাইকেল) ছিল বাংলাদেশের প্রথম চাকমা ভাষার চলচ্চিত্র। তবে এতে কথিত বিতর্কিত চক্রান্তের কারণে বাংলাদেশে এটি নিষিদ্ধ করা হয়।[১০]
সামনে | কেন্দ্রীয় | পেছনে | |
---|---|---|---|
বন্ধ | i | u | |
বন্ধ-মধ্য | e | o | |
খোলা-মধ্য | ɛ | ɔ | |
খোলা | æ | a |
ওষ্ঠ্য | দন্ত | দন্তমূলীয় | পশ্চাদ্দন্তমূলীয় | তালব্য | পশ্চাত্তালব্য | কণ্ঠনালীয় | ||
---|---|---|---|---|---|---|---|---|
স্পৃষ্ট | অল্পপ্রাণ | p | t | k | ||||
মহাপ্রাণ | b | d | ɡ | |||||
শ্বাস | bʱ | dʱ | ɡʱ | |||||
অনুষ্ম | <small id="mwsw">অল্পপ্রাণ</small> | tʃ | ||||||
<small id="mwvw">মহাপ্রাণ</small> | dʒ | |||||||
উষ্ম ব্যঞ্জন | অল্পপ্রাণ | s | ( ʃ ) | h | ||||
<small id="mw2w">মহাপ্রাণ</small> | z | |||||||
নাসিক্য | m | n | ŋ | |||||
কম্পনজাত / তাড়ণজাত | r | ɽ | ||||||
নৈকট্য | w | l | j |
চাকমা এবং ডাইংনেটের লোকেরা এখন কথা বলে যা মাগধী প্রাকৃতের ভিন্ন উপভাষা হিসাবে বিবেচিত হতে পারে। যাইহোক, এটি একটি তিব্বত-বর্মান ভাষা থেকে ভাষা পরিবর্তনের কারণে; যে মধ্যযুগীয় ভাষা চাক[১৩] বা চেয়ারেল[১৪] (এবং তাই ব্রহ্মপুত্র শাখার) সাথে সম্পর্কিত হতে পারে।
চাকমা লিপি একটি শব্দীয় বর্ণমালা লিপি যা ব্রাহ্মী লিপি পরিবারের অন্তর্গত। চাকমা বর্মী লিপি থেকে উদ্ভূত হয়েছে, যা মূলত পল্লব লিপি থেকে উদ্ভূত হয়েছিল।[১৫][১৬][১৭]
মানবাধিকারের সার্বজনীন ঘোষণার অনুচ্ছেদ ১-এর মিজোতে একটি নমুনা পাঠ্য নিম্নরূপ:[১৮]
চাঙমা ভাচ | ইংরেজি |
---|---|
𑄝𑄬𑄇𑄴 𑄟𑄚𑄪𑄌𑄴 𑄚𑄨𑄢𑄨𑄞𑄨𑄣𑄨 𑄥𑄧𑄁 𑄃𑄨𑄌𑄴𑄎𑄮𑄖𑄴 𑄃𑄳𑄃 𑄃𑄇𑄴𑄇𑄥𑄁 𑄚𑄨𑄚𑄬𑄭 𑄎𑄧𑄚𑄴𑄟𑄚𑄴𑅁 𑄖𑄢𑄢𑄴 𑄃𑄬𑄘 𑄃𑄳𑄃 𑄝𑄪𑄖𑄴𑄙𑄨 𑄃𑄊𑄬; 𑄥𑄬𑄚𑄧𑄖𑄳𑄠𑄴 𑄝𑄬𑄇𑄴𑄅𑄚𑄧𑄢𑄴 𑄃𑄬𑄇𑄴𑄎𑄧𑄚𑄴 𑄃𑄢𑄬𑄇𑄴 𑄎𑄧𑄚𑄧𑄢𑄴 𑄛𑄳𑄢𑄧𑄖𑄨 𑄉𑄧𑄟𑄴 𑄘𑄮𑄣𑄴 𑄌𑄨𑄘𑄳𑄠𑄬 𑄚𑄨𑄚𑄬𑄭 𑄌𑄧𑄣𑄚 𑄅𑄪𑄌𑄨𑄖𑄴𑅁 | সমস্ত মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারে সমান। তারা যুক্তি এবং বিবেক দ্বারা সমৃদ্ধ এবং ভ্রাতৃত্বের চেতনায় একে অপরের প্রতি আচরণ করা উচিৎ। |
ভারতের (ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ) এবং বাংলাদেশের অনেক সরকারি ও বেসরকারি স্কুলে চাকমা ভাষা শেখানো হচ্ছে। সরকারীভাবে প্রাথমিক বিদ্যালয়ে চাকমা ভাষা চালু হয়। ২০০৪ সালে বাংলা লিপির মাধ্যমে এবং ২০১৩ সাল থেকে চাকমা লিপির মাধ্যমে (যা অঝা পাঠ নামেও পরিচিত) অধিদপ্তরের অধীনে ত্রিপুরার। বর্তমানে ৮৭টি বিদ্যালয়ে চাকমা ভাষা পড়ানো হচ্ছে।[৮]
<ref>
ট্যাগ বৈধ নয়; e25
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি উইকিমিডিয়া কমন্সে চাকমা ভাষা সম্পর্কিত মিডিয়া দেখুন।