চাকুয়া কড়ই Albizia chinensis | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Tracheophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
গণ: | Albizia |
প্রজাতি: | Albizia chinensis |
দ্বিপদী নাম | |
Albizia chinensis (Osbeck)Merr. | |
প্রতিশব্দ | |
তালিকা
|
চাকুয়া কড়ই (বৈজ্ঞানিক নাম: Albizia chinensis, ইংরেজি নাম: Chinese Albizia) হচ্ছে Mimosoideae পরিবারের, Albizia গণের বাণিজ্যিক বৃক্ষ। এই গাছ মাটির উর্বতা বৃদ্ধিসহ বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়।
চাকুয়া কড়ই দ্রুত বর্ধনশীল বৃক্ষ। গাছটি ২২ থেকে ৩৬ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং ছাতার মতো ছড়ানো চূড়াবিশিষ্ট। পাতা ১-৩ সেমি লম্বা। ফুল ৯-১৫ সেমি লম্বা হয়। ফুল দেখতে হলুদাভ সাদা। ফল পড আকৃতির। দেখতে সোজা, অতি চেপটা, মসৃণ। বীজ দেখতে চেপটা, সবুজাভ বাদামী, মসৃণ।[১]
দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত, চীনসহ অনেক দেশে এই গাছ জন্মে।[২] এছাড়াও বাংলাদেশে ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর এবং ঠাকুরগাঁওতে জন্মে।[১]
ছায়া প্রদানকারী হিসেবে রাস্তা, উদ্যানে লাগানো হয়।[৩] ইহার শিকড়ের সিমবায়োটিক ব্যাকটেরিয়া মাটির উর্বরতা বৃদ্ধি করে। এটি একধরণের আলংকারিক গাছ হিসাবে রোপণ করা হয়। পাতা গবাদি পশুর খাদ্যের জন্য ছাটা হয়।[১]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।