চাচী ৪২০ | |
---|---|
পরিচালক | কমল হাসন |
প্রযোজক | চন্দ্র হাসন কমল হাসন ঝমু সুগন্ধ |
রচয়িতা | গুলজার (সংলাপ এবং গীতি) |
চিত্রনাট্যকার | কেএস রবিকুমার |
কাহিনিকার | ক্রেজি মোহন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | গান: বিশাল ভরদ্বাজ আবহ সঙ্গীত: দেব |
চিত্রগ্রাহক | বিকাশ শিবরাম |
সম্পাদক | ভিএন মায়েকার |
প্রযোজনা কোম্পানি | রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
চাচী ৪২০ হচ্ছে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন তামিল চলচ্চিত্র অভিনেতা কমল হাসন; এটি ছিলো তার নিজেরই অভিনীত তামিল চলচ্চিত্র আভভাই শানমুগি (১৯৯৬) চলচ্চিত্রের পুনঃনির্মাণ যেটি আবার ইংরেজি চলচ্চিত্র মিসেস ডাউটফায়ার থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিলো। চলচ্চিত্রটি ছিলো কমল হাসন পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং চলচ্চিত্রটিতে তিনি একজন নারী সেজেছিলেন যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিলো। চলচ্চিত্রটিতে কমল ছাড়াও মুখ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তাবু, অমরিশ পুরি, ওম পুরি, জনি ওয়াকার, পরেশ রাওয়াল, রাজেন্দ্রনাথ জ্যোতিষী, আয়েশা ঝুলকা, নছর এবং ফাতিমা সানা শেখ যিনি ছিলেন শিশুশিল্পী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন বিশাল ভরদ্বাজ, সঙ্গীত এ্যালবাম ১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো (চলচ্চিত্রটি মুক্তি পাবার দিনেই)।[১] এই চলচ্চিত্রটির নাম প্রথমে চিকনি চাচী রাখার কথা ভাবা হয়েছিলো।[২][৩]