ধরন | স্নাতক কলেজ |
---|---|
স্থাপিত | ১ মার্চ ২০০০[১] |
অধিভুক্তি | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
সভাপতি | শ্যামল সাঁতরা |
অধ্যক্ষ | তারক নাথ রায় |
ঠিকানা | চাতরা , দারাপুর , , ৭২২১৪১ , ২৩°০১′১১″ উত্তর ৮৭°৩০′৫২″ পূর্ব / ২৩.০১৯৬৮৩৮° উত্তর ৮৭.৫১৪৩২৮৬° পূর্ব |
ওয়েবসাইট | চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয় |
চিত্র:Chatra Ramai Pandit Mahavidyalaya logo.jpg | |
![]() |
চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয় হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, কোতুলপুর ব্লকের চাতরায় অবস্থিত একটি সাধারণ ডিগ্রি কলেজ।[৩][৪] ২০০০ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত।[৫]
কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। [৬]
কলেজটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় (পূর্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে) দ্বারা অনুমোদিত।