চানডুবি বিল | |
---|---|
![]() | |
অবস্থান | কামরূপ জেলা, আসাম, ভারত |
স্থানাঙ্ক | ২৫°৫২′৪৭.১৭″ উত্তর ৯১°২৫′১০.৫৬″ পূর্ব / ২৫.৮৭৯৭৬৯৪° উত্তর ৯১.৪১৯৬০০০° পূর্ব |
ধরন | lake |
স্থানীয় নাম | ʧʌnˈdʊbɪ {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য) |
চানডুবি বিল (IPA উচ্চারণ: ˌʧʌnˈdʊbɪ) আসামর কামরূপ জেলার রাভা হাচং স্বায়ত্তশাসিত পরিষদ এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক বিল। গুয়াহাটী মহানগর থেকে এই স্থান প্রায় ৬৪ কিলোমিটার দূরে।[১] আসাম ও মেঘালয়ে আবৃত গারো পাহাড়ের পাদস্থানে এই বিল অবস্থিত। এই অঞ্চলটি অরণ্য, চা বাগিচা এবং ছোট ছোট গাঁয়ে ভরা। প্রতিবছরে এক বিশাল সংখ্যক লোক বনভোজনের জন্য বা ঘুরতে এই বিলে আসে।
প্রচলিত জনবিশ্বাস অনুসারে প্রাচীন কালের চাঁদ সদাগরের ধন-সোনায় ভরা নৌকা ডুবে এই বিল সৃষ্টি হয়েছিল। চাঁদ সদাগরের ডিঙা ডুবে এই বিল হওয়ার জন্যই এই 'চান্দডুবি' নাম হয়েছে।[২]
১৮৯৭ সালের আসামের বৃহৎ ভূমিকম্পে এই বিলের সৃষ্টি হয়েছিল। ভূমিকম্পে এই স্থানের ভূমি বসে গিয়ে বিল হয়।[৩]
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বিলের দুইপারে বনভোজনের জন্য স্থান আছে। ছোট নৌকায় উঠে এই বিল পরিভ্রমণ করা যায়। পর্যটকদের জন্য বিলে মাছ ধরারও সুবিধা করে দেওয়া হয়। প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 'চানডুবি উৎসবও অনুষ্ঠিত হয়। এই উৎসবে স্থানীয় লোকরা পরম্পরাগত নৃত্য এবং খাদ্য পরিবেশন করেন[৪]