পূর্ণ নাম | চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাব গোয়া | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য রেড মেশিন | ||
প্রতিষ্ঠিত | ১৯৮৮ | ||
মাঠ | ফতোরদা স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ১৯,০০০ | ||
সভাপতি | ভালাঙ্কা আলেমাও | ||
ম্যানেজার | পেত্রে জিজু | ||
লিগ | আই-লিগ | ||
২০২০–২১ | ২য় | ||
|
চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাব গোয়া (ইংরেজি: Churchill Brothers FC Goa; সাধারণত চার্চিল ব্রাদার্স এফসি গোয়া অথবা শুধুমাত্র চার্চিল ব্রাদার্স নামে পরিচিত) হচ্ছে গোয়ার মারগাও ভিত্তিক একটি ভারতীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ভারতের শীর্ষ স্তরের ফুটবল লীগ আই-লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৮৮ সালে চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ফতোরদা স্টেডিয়ামে দ্য রেড মেশিন নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রোমানীয় সাবেক ফুটবল খেলোয়াড় পেত্রে জিজু এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভালাঙ্কা আলেমাও।
ঘরোয়া ফুটবলে, চার্চিল ব্রাদার্স এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি আই-লিগ, ৩টি ডুরান্ড কাপ এবং ১টি ফেডারেশন কাপ শিরোপা রয়েছে।
এই ক্লাবটি ১৯৮৮ সালে ওয়ারকা ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম মৌসুমে ওয়ারকা ক্লাব নামটি ব্যবহার করার পর তারা ব্রাদার্স স্পোর্টিং ক্লাবে তাদের নাম পরিবর্তন করেছিল। পরে চার্চিল ব্র্যাজ আলেমাও ক্লাবটি ক্রয় করার পর তাদের নামানুসারে চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাব নামকরণ করা হয়েছিল। পরবর্তীকালে ক্লাবটি তাদের নাম পুনরায় পরিবর্তন করে বর্তমান নাম চার্চিল ব্রাদার্স ফুটবল ক্লাব গোয়ায় স্থানান্তর করেছে।