চার্লি হল মার্টিন প্রক্কট পরিচালিত ২০১৫ সালের ভারতীয় মালয়ালম ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে প্রক্কট ও উন্নি আর. এবং প্রযোজনা করেছেন প্রক্কট, জোজু জর্জ ও শেবিন বেকার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দুলকার সালমান,[২][৩] এবং অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্বতী তিরুবোত, অপর্ণা গোপীনাথ ও নেদুমুদি বেণু। চলচ্চিত্রটির সুর করেছেন গোপী সুন্দর ও চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন জমন টি. জন।
চলচ্চিত্রটি ২০১৫ সালের ২৪শে ডিসেম্বর কেরলে মুক্তি পায়। এটি ৪৬তম কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে পুরস্কৃত হয়, তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও চিত্রগ্রহণ। চলচ্চিত্রটি ২০১৭ সালে মারাঠি ভাষায়দেব নামে পুনর্নির্মিত হয়, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অঙ্কুশ চৌধুরী, তেজস্বিনী পণ্ডিত ও স্পৃহা জোশি;[৪] এবং তামিল ভাষায়মারা নামে পুনর্নির্মিত হয়, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আর. মাধবন, শ্রদ্ধা শ্রীনাথ ও শিবাদা।[৫]