চার্লি কক্স | |
---|---|
জন্ম | চার্লি থমাস কক্স ১৫ ডিসেম্বর ১৯৮২ |
শিক্ষা | ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সামান্থা থমাস (বি. ২০১৮) |
সন্তান | ২ |
চার্লি থমাস কক্স[১] (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৮২)[২] একজন ইংরেজ অভিনেতা। তিনি নেটফ্লিক্স ধারাবাহিক ডেয়ারডেভিল (২০১৫-২০১৮) এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অংশ হিসাবে অন্যান্য প্রকল্পগুলোতে ম্যাট মারডক/ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত।
কক্স এইচবিও'র বোর্ডওয়াক এম্পায়ার (২০১১-২০১২) এর দ্বিতীয় এবং তৃতীয় সিজনে ওয়েন স্লেটার এবং ২০১৪ সালের দ্য থিওরি অফ এভরিথিং চলচ্চিত্রে জোনাথন হেলিয়ার জোন্সের চরিত্রে অভিনয় করেন। সাম্প্রতিক সময়ে, তিনি আরটিই ধারাবাহিক নাটক কিন (২০২১) এবং নেটফ্লিক্স গুপ্তচর মিনিসিরিজ ট্রেজন (২০২২) এ অভিনয় করেছেন। কক্সের সাফল্য আসে ২০০৭ সালের কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্র স্টারডাস্টে ট্রিস্টান থর্নের ভূমিকায়, যেটি তার ক্যারিয়ারের প্রথম দশকে প্রধানত ব্রিটিশ প্রযোজনাগুলিতে তার ধারাবাহিক চরিত্রগুলোর একটি।
ওয়েস্ট এন্ডে তার অভিষেক ঘটে পরের বছর হ্যারল্ড পিন্টার এর দ্য লাভার এবং দ্য কালেকশন নাটকের পুনরুজ্জীবনের মাধ্যমে। ২০১০' এর দশকে পর্দায় তার সাফল্যের পর, ২০১৯ এ তিনি প্রথমে ওয়েস্ট এন্ডে এবং তারপর ব্রডওয়েতে হ্যারল্ড পিন্টারের বিট্রেয়াল এর একটি মঞ্চ প্রযোজনায় অভিনয় করেন।
সাল | শিরোনাম | চরিত্র | নোট |
---|---|---|---|
২০০৩ | ডট দ্য আই | থিও | |
২০০৪ | দ্য মার্চেন্ট অফ ভেনিস | লরেনজো | |
২০০৫ | থিংস টু ডু বিফোর ইউ আর ৩০ | ড্যানি | |
ক্যাসানোভা | গিওভানি ব্রুনি | ||
২০০৬ | দ্য মেইডেনস কন্সপিরেসি | ডায়াফেবুস | |
২০০৭ | স্টারডাস্ট | ট্রিস্টান থর্ন | |
২০০৮ | হ্যারি, হেনরি এন্ড দ্য প্রস্টিটিউট | হ্যারি | শর্ট ফিল্ম |
স্টোন অফ ডেস্টিনি | ইয়ান হ্যামিল্টন | ||
২০০৯ | দ্য বিগ গাই | চাক | শর্ট ফিল্ম |
পারফেক্ট | পল | শর্ট ফিল্ম | |
গ্লোরিয়াস ৩৯ | লরেন্স | ||
২০১১ | দেয়ার বি ড্রাগনস | হোসেমারিয়া এসক্রিবা | |
ন্যান্সি, সিড এন্ড সার্জিও | সার্জিও | শর্ট ফিল্ম | |
২০১২ | এ সানি মর্নিং | অ্যাডাম | শর্ট ফিল্ম |
২০১৩ | হ্যালো কার্টার | কার্টার | |
২০১৪ | দ্য থিওরি অফ এভরিথিং | জোনাথাম হেলিয়ের জোন্স | |
ড্রাকুলা আনটোল্ড | ক্যালিগুলা | দৃশ্য কেটে ফেলা হয়েছে | |
২০১৭ | ইট লোকালস | হেনরি | |
২০১৮ | কিং অফ থিবস | বেসিল | |
২০১৯ | দ্য নট | দ্য সেকেন্ড এক্স | শর্ট ফিল্ম |
২০২১ | স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম | ম্যাট মারডক | ক্ষণিক চরিত্রাভিনয় |
ঘোষণা করা হবে | মার্ভ | ঘোষিত হবে | চিত্রগ্রহণ চলছে |
বছর | শিরোনাম | ভূমিকা | নোট |
---|---|---|---|
২০০২ | জাজ জন ডিড | ইয়ং ভাইসার | পর্ব: "এভরিওয়ান'স চাইল্ড" |
২০০৬ | লেওইস | ড্যানি গ্রিফিন | প্রথম পর্বে |
এ ফর এন্ড্রোমিডা | ড্যানিস ব্রিজার | টেলিভিশন চলচ্চিত্র | |
২০১০ | ডাউনটাউন এবি | ডিউক অফ ক্রবোরো | পর্ব: "১.১" |
২০১১ | মবি ডিক | ইশমায়েল | মিনিসিরিজ; ২ পর্ব |
২০১১–২০১২ | ব্রডওয়াক এম্পায়ার | ওয়েন স্লেটার | মূল ভূমিকা (মৌসুম ৩), পার্শ্ব (মৌসুম ২); ২৩ পর্ব |
২০১৩ | দ্য ওরডেইনড | টম রেইলি | প্রচার হয় নি |
লিগেসি | চার্লস থোরোগুড | টেলিভিশন চলচ্চিত্র | |
২০১৫–২০১৮ | ডেয়ারডেভিল | ম্যাট মারডক / ডেয়ারডেভিল | প্রধান চরিত্র; ৩৯ পর্ব |
২০১৭ | দ্য ডিফেন্ডারস | মিনিসিরিজ; প্রধান চরিত্র; ৮ পর্ব | |
২০১৮ | রেলিকস এন্ড রারিটিস | শেইমান ও'ফ্লানাগান | পর্ব: "দ্য এসেন্ট অফ দ্য এংগলার" |
২০২১–বর্তমান | কিন | মাইকেল কিনসেল্লা | প্রধান চরিত্র; ১৬ পর্ব |
২০২২ | ট্রিজন | এডাম লরেন্স | প্রধান চরিত্র; ৫ পর্ব[৩] |
মার্ভেল স্টুডিওস: অ্যাসেম্বলড | নিজ | পর্ব: "দ্য মেকিং অফ শি-হাল্ক: এটর্নি এট ল" | |
শি-হাল্ক: অ্যাটর্নি অ্যাট ল | ম্যাট মারডক / ডেয়ারডেভিল | বিশেষ অতিথি চরিত্র; ২ পর্ব | |
২০২৪ | একো | পর্ব: "সাফা" | |
ইউর ফ্রেন্ডলি নেইবরহুড স্পাইডার-ম্যান | নির্মাণাধীন; কণ্ঠ দিয়েছেন[৪] | ||
২০২৫ | ডেয়ারডেভিল: বর্ন এগেইন | মূল ভূমিকায়; ১৮ পর্ব[৫][৬] |
সাল | শিরোনাম | ভূমিকা | স্থান/কোম্পানি | তারিখ | নোট |
---|---|---|---|---|---|
২০০৫ | 'টিস পিটি শি'স এ হোর | জিওভান্নি | সাউথওয়ার্ক প্লেহাউজ | ২৮ সেপ্টেম্বর – ২২ অক্টোবর ২০০৫ | লন্ডন প্রোডাকশন |
২০০৮ | দ্য কালেকশন | জন/বিল | এম্বাসেডরস থিয়েটার | ১৫ জানুয়ারি – ৩ মে ২০০৮
|
ওয়েস্ট এন্ড রিভাইভেল |
২০১০ | দ্য প্রিন্স অফ হোমবার্গ | দ্য প্রিন্স অফ হোমবার্গ | ডনম্যার ওয়েরহাউজ | ২২ জুলাই – ৪ সেপ্টেম্বর ২০১০
|
অফ-ওয়েস্ট এন্ড প্রোডাকশন |
২০১৬ | ইনকগনিটো | হেনরি মেসন, মাইকেল উল্ফ, হান্স আলবার্ট আইনস্টাইন, বেন মার্ফি, ফ্রেডি মায়ার্স, গ্রেগ বারাকলোহ | ম্যানহাটন থিয়েটার ক্লাব | ৩ মে – ১০ জুলাই ২০১৬
|
অরিজিনাল অফ-ব্রোডওয়ে প্রোডাকশন |
২০১৯ | বিট্রেয়াল | জেরি | হ্যারল্ড পিন্টার থিয়েটার | ৫ মার্চ – ৮ জুন ২০১৯
|
ওয়েস্ট এন্ড রিভাইভাল |
বার্নার্ড বি. জেকবস থিয়েটার | ১৪ আগস্ট – ৮ ডিসেম্বর ২০১৯
|
ব্রডওয়ে ট্রান্সফার |
...actor Charlie Cox in 1982 (age 35)