চিকনাই নদী | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | রাজশাহী বিভাগ |
জেলাসমূহ | নাটোর জেলা, পাবনা জেলা |
উৎস | খালসিডিঙ্গি নদী |
মোহনা | আত্রাই নদী |
দৈর্ঘ্য | ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) |
চিকনাই নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নাটোর এবং পাবনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫১ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক চিকনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৩৯।[১][২]
বর্ষাকালে এবং বন্যার সময়ে পদ্মা থেকে আসা অতিরিক্ত পানি চিকনাই নদী দিয়ে প্রবাহিত হয়ে বড়াল নদীতে পতিত হয়।[৩] চিকনাই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়।
চিকনাই নদীটি যেসকল গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তার মধ্যে অন্যতম একটা গ্রাম হলো চান্দাই, সাতৈল, বড় গাড়ফা, নদীটি বড় গাড়ফা ও দিয়ার গাড়ফা নামক ২টা গ্রামের সীমানা হিসেবেও ব্যবহৃত হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |