চিকমাগালুর ಚಿಕ್ಕಮಗಳೂರು | |
---|---|
শহর | |
কর্ণাটক, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ১৩°১৯′ উত্তর ৭৫°৪৭′ পূর্ব / ১৩.৩২° উত্তর ৭৫.৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
জেলা | চিকমাগালুর |
উচ্চতা | ১,০৩৭ মিটার (৩,৪০২ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,০১,০২২ |
ভাষা | |
• অফিসিয়াল | কন্নড় |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
চিকমাগালুর (ইংরেজি: Chikmagalur) ভারতের কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলার জেলার মূল শহর। কফি চাষ বিশেষত কফির গাছ প্রায় প্রত্যেক বাড়িতেই। এখানে গৃহস্থরা এককথায় সম্পন্ন। ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে তুলনা করলে এদের আর্থিক স্থিতি অনেক উণ্ণতমানের।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১৩°১৯′ উত্তর ৭৫°৪৭′ পূর্ব / ১৩.৩২° উত্তর ৭৫.৭৮° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১০৩৭ মিটার (৩৪০২ ফুট।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চিকমাগালুর শহরের জনসংখ্যা হল ১০১,০২২ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৭৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চিকমাগালুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।