চিতবন জেলা चितवन | |
---|---|
জেলা | |
নীতিবাক্য: हाम्रो चितवन, राम्रो चितवन হাম্রো চিতবন, রাম্রো চিতবন আক্ষ. 'আমাদের চিতবন, সুন্দর চিতবন' | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | {{{region}}} |
আয়তন | |
• মোট | ২২১৮ বর্গকিমি (৮৫৬ বর্গমাইল) |
উচ্চতা | ৪১৫ মিটার (১,৩৬২ ফুট) |
জনগণনা | |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
ওয়েবসাইট | www.ddcchitwan.gov.np |
চিতবন জেলা (নেপালি: चितवन जिल्ला , হচ্ছে নেপালের বাগমতি প্রদেশর পশ্চিমাংশের একটি জেলা। ভরতপুর হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ২,২১৮ কিমি২ (৮৫৬ মা২)।। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এজেলার লোকসংখ্যা হচ্ছে ৫৭৯,৯৮৪ জন (২৭৯,০৮৭ জন পুরুষ এবং ৩০০,৮৯৭ জন নারী)।[১]
চিতবনে বিভিন্ন ধরনের বন্যজীবন রয়েছে। এখানে গণ্ডার, বাঘ, ভালুক, নীল গরু, কুম্ভীর, পাইথন, চিতা অন্যান্য প্রজাতির বন্যজীবন পাওয়া যায়। চিতবন জাতীয় নিকুঞ্জ চিতবর একটি ভাল এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)