চিত্তরঞ্জন চিত্তরঞ্জন | |
---|---|
স্থানাঙ্ক: ২৩°৫২′ উত্তর ৮৬°৫২′ পূর্ব / ২৩.৮৭° উত্তর ৮৬.৮৭° পূর্ব | |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪৫,৯২৫ |
চিত্তরঞ্জন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একটি শহরতলি।
চিত্তরঞ্জনের অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°৫২′ উত্তর ৮৬°৫২′ পূর্ব / ২৩.৮৭° উত্তর ৮৬.৮৭° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৫৫ মিটার (৫০৮ ফুট)।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চিত্তরঞ্জনের জনসংখ্যা হল ৪৫,৯২৫ জন।[২] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৮৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৮% এবং নারীদের মধ্যে এই হার ৭৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চিত্তরঞ্জন এর সাক্ষরতার হার বেশি।
চিত্তরঞ্জনের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস হল চিত্তরঞ্জন শহরের গর্ব। সম্প্রতি বিবিসি তাদের দ্য গ্রেট ইন্ডিয়ান রেলওয়ে জার্নি (লখনউ থেকে কলকাতা) নামে এক কর্মসূচিতে উল্লেখ করেছে যে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সি এল ডবলু) কর্তৃপক্ষের অসাধারণ পরিচালনা এবং চিত্তরঞ্জন শহর ওয়ার্ল্ড ফোরামে বৈশিষ্ট্যের সঙ্গে উল্লেখিত হবে।[৩]
পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |