চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স | |
---|---|
ချင်းအမျိုးသားကာကွယ်ရေးတပ်ဖွဲ့ | |
অপারেশনের তারিখ | ১৩ এপ্রিল ২০২১ | – বর্তমান
সদরদপ্তর | ফালাম, চিন রাজ্য |
সক্রিয়তার অঞ্চল | চিন রাজ্য |
মতাদর্শ | চিন জাতীয়তাবাদ ফেডারেলিজম |
আকার | ১০০০+ |
এর অংশ | চিন ন্যাশনাল অরগানাইজেশন |
মিত্র | |
বিপক্ষ | মিয়ানমার |
খণ্ডযুদ্ধ ও যুদ্ধ | ২০২১-এ মিয়ানমারে সেনা অভ্যুত্থান |
চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (বর্মী: ချင်းအမျိုးသားကာကွယ်ရေးတပ်ဖွဲ့; সংক্ষেপে CNDF) হলো মায়ানমারের একটি চিন জাতিগত সশস্ত্র সংগঠন। এটি চিন ন্যাশনাল অর্গানাইজেশনের (সিএনও) সশস্ত্র শাখা এবং দুই সংঠনই ১৩ই এপ্রিল ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।[২][৩][৪] এটি ১লা ফেব্রুয়ারির পর মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থানের প্রতিক্রিয়া হিসেবে মিয়ানমারের চিন রাজ্যে গঠিত সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে একটি।[৫][৬]