চিরাগ পাসওয়ান | |
---|---|
কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১১ জুন ২০২৪ | |
রাষ্ট্রপতি | দ্রৌপদী মুর্মু |
প্রিমিয়ার | নরেন্দ্র মোদি |
পূর্বসূরী | কিরেন রিজিজু |
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ১৬ মে ২০১৪ – ৪ জুন ২০২৪ | |
পূর্বসূরী | ভুদেও চৌধুরী |
উত্তরসূরী | অরুণ ভারতী |
সংসদীয় এলাকা | জামুই |
লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এর সভাপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৫ অক্টোবর ২০২১ | |
উত্তরসূরী | [N ১] পশুপতি কুমার পারাস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | দিল্লি, ভারত | ৩১ অক্টোবর ১৯৮২
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | লোক জনশক্তি পার্টি (রামবিলাস) |
অন্যান্য রাজনৈতিক দল | লোক জনশক্তি পার্টি |
বাসস্থান | খগড়িয়া, বিহার, ভারত |
পেশা | রাজনীতিবিদ |
চিরাগ কুমার পাসওয়ান (জন্ম: ৩১ অক্টোবর ১৯৮২)[১] একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন অভিনেতা। তিনি ২০২৪ সাল থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ১৯ তম মন্ত্রী এবং ২০২১ সাল থেকে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) ১ম সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সাল থেকে হাজীপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভার সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।[২] তিনি প্রয়াত সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে।[৩][৪]
উইকিমিডিয়া কমন্সে চিরাগ পাসওয়ান সম্পর্কিত মিডিয়া দেখুন।