চিরানকুচি (Chocolate Tiger) | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Nymphalidae |
গণ: | Parantica |
প্রজাতি: | P. melaneus |
দ্বিপদী নাম | |
Parantica melaneus (Cramer, 1775) | |
প্রতিশব্দ | |
Danais melanea |
চিরানকুচি[১](বৈজ্ঞানিক নাম: Parantica melaneus (Cramer)) যার শরীর ও ডানা লালচে বাদামি রঙের এবং এরা মাঝারি-বড় আকারের প্রজাপতি। এরা ‘নিমফ্যালিডি’ পরিবারের সদস্য এবং 'ডানায়িনি' উপগোত্রের অন্তর্ভুক্ত।[১]
চিরানকুচি এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৮৫-৯৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
ভারতে প্রাপ্ত চিরানকুচি এর উপপ্রজাতি হল-[৩]
এই প্রজাতি ভারত এর সিকিম থেকে অরুণাচল প্রদেশ[৪], নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[২]
প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
স্ত্রী-পুরুষ উভয় প্রকারেরই ডানার মূল রঙ কালচে বাদামী অথবা ঘন বাদামী। পিছনের ডানার উপরিতলের প্রান্ত অথবা টার্মিনাল অংশ চকলেট রঙা বাদামি বর্ণের। উভয় ডানার দাগ-ছোপগুলি অতি স্বচ্ছ নীলচে সাদা, ছিটমউল এর অনুরূপ, তবে আকারে ক্ষুদ্রতর এবং সামনের দানার সেল এর পরবর্তী ২ ও ৩ নং শিরামধ্যে অবস্থিত ছোপগুলি অপেক্ষাকৃত ছোট এবং একে অন্যের থেকে অধিকতর বিচ্ছিন্ন। পিছনের ডানার সেল দাগযুক্ত অথবা বিভক্ত নয়। উভয় ডানার নিম্নতল অপেক্ষাকৃত ফ্যাকাশে অথবা বিবর্ণ। এদের উদর হলদেটে বাদামী এবং পুরুষ প্রকারে পিছনের ডানার উপরিপৃষ্ঠে গন্ধ আঁশ এর ছপ বিদ্যমান।[৫][৬]
|তারিখ=
(সাহায্য)