চিলে পাইকান Tricolour Pied Flat | |
---|---|
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Hesperiidae |
গণ: | Coladenia |
প্রজাতি: | C. indrani |
দ্বিপদী নাম | |
Coladenia indrani (Moore, 1865)[১] |
চিলে পাইকান[২] (বৈজ্ঞানিক নাম: Coladenia indrani (Moore) এক প্রজাতির উজ্জ্বল সোনালি-হলুদ বর্নের মাঝারী আকারের প্রজাপতি। এরা ‘হেসপেরায়িডি’ গোত্রের এবং 'পায়ারজিনি' উপগোত্রের সদস্য।[৩]
চিলে পাইকান এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৪০-৪৬ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৪]
ভারতে প্রাপ্ত চিলে পাইকান এর উপপ্রজাতি হল-[৫]
এই প্রজাতি ভারতএর মহারাস্ট্র, উড়িষ্যা, আসাম থেকে অরুণাচল প্রদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৪]