চিশতি শরীফ چشت شریف | |
---|---|
পিএ | |
আফগানিস্তানের মধ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°২০′৫০″ উত্তর ৬৩°৪৪′২৩″ পূর্ব / ৩৪.৩৪৭৩০৮° উত্তর ৬৩.৭৩৯৬৫৯° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেরাত প্রদেশ |
চিশতি শরীফ (চিশত-ই শরীফ বা চিশত নামেও পরিচিত) আফগানিস্তানের হেরাত প্রদেশের হরি নদীর উত্তর তীরে অবস্থিত একটি শহর। এটি চিশতি শরীফ জেলার প্রশাসনিক কেন্দ্র।
চিশতি শরীফে সুফি সাধকদের চিশতি তরিকা শুরু হয়েছিল প্রায় ৯৩০ খ্রিস্টাব্দে। সেখানে মওদুদ চিশতীকে একটি বড় মাজারে সমাহিত করা হয়েছে।
চিশতি শরীফে ঘুরি সাম্রাজ্যের গিয়াস আল-দীন মুহাম্মদ দ্বারা নির্মিত দুটি ঐতিহাসিক গম্বুজ (গুম্বাদ) রয়েছে। [১][২] আফগানিস্তান সংঘাতের সময় পূর্ব গম্বুজটি একটি ট্যাঙ্কের শেল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। [৩]