চিশতি শরীফ چشت شریف | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°২১′১২″ উত্তর ৬৩°৪৪′২৮″ পূর্ব / ৩৪.৩৫৩৩° উত্তর ৬৩.৭৪১১° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | হেরাত প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ২৩,১০০ |
চিশতি শরীফ জেলা আফগানিস্তানের হেরাত প্রদেশের পূর্বমুখী অবস্থান করা একটি অন্যতম জেলা। জেলাটি হরি নদী বরাবর অবস্থান করছে এবং উত্তরে উপনদীগুলির মধ্যে একটি। এটির পশ্চিমে ওবে জেলা বরাবর সীমানা, উত্তরে বাঘিজ প্রদেশ এবং পূর্ব ও দক্ষিণে ঘোর প্রদেশ। ২০১২ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটিতে জনসংখ্যা ছিল প্রায় ২৩,১০০ জন।[১] জেলাটির প্রশাসনিক কেন্দ্র হচ্ছে চিশতি শরীফ গ্রাম।
জেলাটিতে প্রায় ১৭০ কিলোমিটার এর মত কাঁচা রাস্তা রয়েছে।[২]
আফগানিস্তানের হেরাত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |