মুদ্রা | রেন্মিবি (RMB); এককঃ ইউয়ান |
---|---|
ইউ এস ডলার = ৬.৩১২৩৩৩ আর.এম.বি (২০১২ এর গড়) | |
০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর | |
বাণিজ্যিক সংস্থা | WTO, APEC, G-20 এবং অন্যান্য |
পরিসংখ্যান | |
জিডিপি | $৮.৩৫৮ ট্রিলিয়ন (নোমিনাল) $12.406[১] |
জিডিপি প্রবৃদ্ধি | 7.8% (2012)[২] |
মাথাপিছু জিডিপি | $৬,০৭৬ (নোমিনাল: ৮৭ তম,২০১২)[১] $৯,১৬২ (পিপিপি, ৯২ তম, ২০১২)([১] |
খাত অনুযায়ী জিডিপি | কৃষি: ১০.১%, শিল্প: ৪৫.৩%, সেবা: ৪৬.৬% (২০১২, আনুমানিক) CIA - The World Factbook |
২.৫% (ডিসেম্বর)[৩] | |
দারিদ্র্যসীমার নিচে অবস্থিত জনসংখ্যা | সর্বোচ্চ $১.২৫ / ১৩.১% (২০০৮) সর্বোচ্চ $২ / ২৯.৮% (২০০৮)[৪] |
০.৪৮ | |
শ্রমশক্তি | ৭৯৫.৫ মিলিয়ন (1st; ২০১০) |
পেশা অনুযায়ী শ্রমশক্তি | কৃষি: ৩৬.৭%, শিল্প: ২৮.৭%, সেবা: ৩৪.৬% (২০০৮) |
বেকারত্ব | ৪.১% (২০১২ সালের প্রথম প্রান্তিক)[৫] |
গড় বেতন | $457 monthly (2010)[৬] |
প্রধান শিল্পসমূহ | শিল্পৎপাদিত পণ্য, খনিজ, লোহা, ইস্পাত, এলুমেনিয়াম এবং অন্যান্য খনিজ, মোটর গাড়ি, রাসায়নিক উপাদান ও পণ্য, টয়লেট্রিজ, খেলনা, প্লাস্টিকজাত দ্রব্য, কার্পাস, যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, ইলেক্ট্রনিক্স সামগ্রি, যাহাজ, ভারি যন্ত্রপাতি, কৃষি উপকরন ইত্যাদি। |
৯১ তম[৭] | |
বৈদেশিক | |
রপ্তানি | $২.০২১ ট্রিলিয়ন (২০১২) |
রপ্তানি পণ্য | ইলেক্ট্রিকাল ও অন্যান্য যন্ত্রপাতি, তথ্য প্রক্রিয়াকরন যন্ত্রপাতি, তৈরী পোশাক, লোহা এবং স্টিল,অপটিক্যাল এবং চিকিৎসা যন্ত্রপাতি |
প্রধান রপ্তানি অংশীদার | যুক্তরাষ্ট্র ১৭.১%, হংকং ১৪.১%, জাপান ৭.৮%, দক্ষিণ কোরিয়া ৪.৪%, জার্মানি ৪% (২০১১) |
আমদানি | $১.৭৮ ট্রিলিয়ন (২০১২) |
আমদানি পণ্য | ইলেক্ট্রিকাল ও অন্যান্য যন্ত্রপাতি, তেল, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইত্যাদি। |
প্রধান আমদানি অংশীদার | জাপান ১১.২%, দক্ষিণ কোরিয়া ৯.৩%, যুক্তরাষ্ট্র, জার্মানি ৫.৩%, অস্ট্রেলিয়া ৪.৬% (২০১১) |
এফডিআই স্টক | $১১৬ বিলিয়ন (২০১১)[৮] |
মোট বৈদেশিক ঋণ | $৬৯৭.২ বিলিয়ন (৩০ সেপ্টেম্বর ২০১১) |
সরকারি অর্থসংস্থান | |
জিডিপির ২২.১৫% (২০১২)[৯] | |
রাজস্ব | $১.৮৩৮ ট্রিলিয়ন (২০১২) |
ব্যয় | $২.০৩১ ট্রিলিয়ন (২০১২) |
অর্থনৈতিক সহযোগিতা | recipient: $1.12 per capita (2008)[১০] |
AA- (Domestic) AA- (Foreign) AA- (T&C Assessment) (Standard & Poor's)[১১] | |
বৈদেশিক মুদ্রার ভাণ্ডার | $3.28 trillion (1st; Sep 2012) |
মূল উপাত্ত সূত্র: সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক মুদ্রা অনুল্লেখিত থাকলে তা মার্কিন ডলার এককে রয়েছে বলে ধরে নিতে হবে। |
যুক্তরাষ্টের পরেই জিডিপি এবং ক্রয়ক্ষমতার দিক দিয়ে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এটি বিশ্বের বৃহত্তম রফতানিকারক এবং দ্বিতীয় আমদানিকারক দেশ। বিগত ৩০ বছর ধরে চীন প্রায় ১০% প্রবৃদ্ধি ধরে রেখেছে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের মতে ২০১১ সালে চীন মাথাপিছু ভিত্তিতে সারা বিশ্বে নোমিনাল জিডিপির দিক দিয়ে ৯০ তম, এবং জিডিপির(PPP) দিক দিয়ে ৯১ তম অবস্থানে ছিল। চীনের মধ্যাঞ্চলের চেয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি শিল্পায়ন হতে দেখা যায়।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |