চুমুয়াল

মানুষের গাল, মুখ বা ঠোঁটে কামড় দেয় বলে একে চুমুয়াল বলা হয়। ইংরেজিতেও এটিকে বলা হয় Kissing Bug বা চুমো পতঙ্গ।

Triatominae
Panstrongylus geniculatus
Secure
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Hemiptera
পরিবার: Reduviidae
উপপরিবার: Triatominae

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

একটি পূর্ণবয়স্ক কিসিং বাগের কামড় শরীরে ক্রিয়া করে মাত্র এক মিনিটের মধ্যেই। অন্যদিকে তাৎক্ষণিক লক্ষণ হিসেবে শরীরে আসতে পারে ছোট-বড় ফুসকুড়ি। এদের কামড়ের সাথে শরীরে প্রবেশ করে ‘ট্রাইপানোসোমা ক্রুজি’ নামক একপ্রকার জীবাণু। কেবল সরাসরি কামড় নয়, পোষা প্রাণীর মাধ্যমেও এই জীবাণু আপনার দেহে প্রবেশে সক্ষম। কেননা কুকুর, বিড়ালও বাদ যায় না চুমুয়ালের চুমু কিংবা কিসিং বাগের ‘কিস’ থেকে। এর কামড়ে সৃষ্ট রোগের নাম ‘সাঙ্গাস’। প্রতি বছর সাঙ্গাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা যাচ্ছে ১২ হাজার মানুষ।

তথ্যসূত্র

[সম্পাদনা]