চুয়াটেল এজিওফর | |
---|---|
Chiwetel Ejiofor | |
জন্ম | চুয়াটেল উমিডি এজিওফর ১০ জুলাই ১৯৭৭ |
জাতীয়তা | নাইজেরীয়, ইংরেজ |
নাগরিকত্ব | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | ডালউইচ কলেজ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
চুয়াটেল উমিডি এজিওফর[১] সিবিই (ইংরেজি: Chiwetel Umeadi Ejiofor; /ˈtʃuːətɛl
এজিওফর ডার্টি প্রিটি থিংস (২০০২) ছবিতে ওকউই, সেরেনিটি (২০০৫) ছবিতে অপারেটিভ, টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ (২০১৩) ছবিতে সলোমন নর্থাপ, দ্য মার্শিয়ান (২০১৫) ছবিতে ভিনসেন্ট কাপুর, ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬) ছবিতে কার্ল মর্ডো, শার্লক নোমস (২০১৮) ছবিতে ওয়াটসন এবং দ্য বয় হু হার্নেসড দ্য উইন্ড (২০১৯) ছবিতে ট্রাইওয়েল কামকোয়াম্বা ভূমিকায় অভিনয় করেন। টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও শ্রেষ্ঠ নাট্য অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ২০১৪ সালে ড্যান্সিং অন দ্য এজ ধারাবাহিকে অভিনয় করে সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে সেরা কেন্দ্রীয় অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনীত হন।
এজিওফর ১৯৭৭ সালের ১০ই জুলাই লন্ডনের ফরেস্ট গেটে এক নাইজেরীয় মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আরিঞ্জ একজন ডাক্তার এবং মাতা অবিয়াজুলু একজন ফার্মাসিস্ট ছিলেন। তার ছোট বোন জাইন আশার সিএনএনের করেসপন্ডেন্ট।[২]
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৯ | এন্ডগেম | থাবো মবেকি | পেতে ট্রাভিস | |
২০১২ | অ্যাড্রিয়ান হেল্মস্লে | রোলান্ড এমেরিখ |