ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ভাবনগর, গুজরাত, ভারত | ২৮ ফেব্রুয়ারি ১৯৯৮
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি |
বোলিংয়ের ধরন | বাম-হাতি মিডিয়াম ফাস্ট |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১৮ – বর্তমান | সৌরাষ্ট্র |
২০২১ – | রাজস্থান রয়্যালস |
উৎস: ক্রিকইনফো, ২২ ফেব্রুয়ারি ২০১৮ |
চেতন সাকারিয়া (গুজরাটি: ચેતન સાકરીયા; জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৯৮) একজন ভারতীয় ক্রিকেটার, যিনি ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন।[১]
২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি ২০১৭-১৮ বিজয় হাজারে ট্রফি প্রতিযোগিতায় সৌরাষ্ট্র ক্রিকেট দলের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার।[২] ২০১৮ সালের ২০ নভেম্বর, ২০১৮-১৯ রনজি ট্রফিতে সৌরাষ্ট্র ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন তিনি,[৩] এবং প্রথম ইনিংসেই ৫ উইকেট তুলে নিয়ে নিজের প্রথম রেকর্ডটি তৈরি করেন।[৪] সৌরাষ্ট্রের হয়ে ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি ২০১৮-১৯ সৈয়দ মুস্তাক আলী ট্রফি প্রতিযোগিতায় তার টুয়েন্টি২০ ক্রিকেটের অভিষেক হয়।[৫] ২০২১ এর ফেব্রুয়ারিতে ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার খেলোয়াড় নিলামে ₹ ১.২ কোটি (ইউএস$ ১,৪৬,৬৭৯.৬) বিনিময়ে রাজস্থান রয়্যালস তাকে কিনে নেয়।[৬]