চেতনা পাণ্ডে | |
---|---|
चेतना पांडे | |
জন্ম | চেতনা পাণ্ডে ৩ আগস্ট ১৯৮৯ |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | শ্রী গুরু রাম রায় পাবলিক স্কুল মুম্বই বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
পরিচিতির কারণ | এমটিভি ফানাহ |
আদি নিবাস | দেরাদুন, উত্তরাখন্ড, ভারত |
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
পিতা-মাতা |
|
চেতনা পাণ্ডে হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী।[১][২][৩]
চেতনা এমটিভি ইন্ডিয়ায় সম্প্রচারিত ধারাবাহিক এমটিভি ফানাহে অভিনয় করেছেন, একই সাথে তিনি বেশ কয়েকটি চিত্রসঙ্গীতেও উপস্থিতি হয়েছে। অতঃপর ২০১৫ সালে, তিনি রোহিত শেঠীর পরিচালিত চলচ্চিত্র দিলওয়ালেতে অভিনয় করেছেন, যেখানে তিনি সিধুর (বরুন শর্মা) বান্ধবী জ্যানির চরিত্রে অভিনয় করেছেন।
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০১০ | এমটিভি ওয়েবড | এমটিভি ইন্ডিয়া | |
২০১২ | পেয়ার তুনে কেয়া কিয়া | জিং | |
২০১৪ | এমটিভি ফানাহ | ধরা/অবনী | এমটিভি ইন্ডিয়া |
যেসকল চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি তাদেরকে নির্দেশ করে |
সাল | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | নোট |
---|---|---|---|---|
২০১৩ | আই ডোন্ট লাভ ইউ | আরিয়া | অমিত কাসারিয়া | প্রধান চরিত্র |
২০১৫ | দিলওয়ালে | জ্যানি | রোহিত শেঠী | পার্শ্ব চরিত্র |
২০১৮ | জানে কিউঁ দে ইয়ারোঁ | শীতল | অক্ষয় আনন্দ | [৪] |
ঘোষিত হবে | অধরা | ঘোষিত হবে | ইমতিয়াজ আলী | প্রক্রিয়াধীন[৫] |
সাল | গানের নাম | গায়ক | নির্মাতা |
---|---|---|---|
২০১১ | "কি সামঝাইয়ে"[৬] | অমরিন্দর গিল | অমরিন্দর গিল |
২০১৬ | "ডোন্ট মাইন্ড কুড়িয়ে"[৭] | কুওয়ার ভিরক | টি-সিরিজ |
"সিম্পল ড্রেস"[৮] | রাহুল বৈদ্য | টি-সিরিজ | |
২০১৭ | "মিস ইউ"[৯] | ইশক বেক্টর | ইশক বেক্টর |
২০১৮ | "বেওয়াফা তু"[১০] | গুরি | গীত এমপিথ্রি |
একজন ভারতীয় অভিনেতা বা অভিনেত্রী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |