![]() | ||||
পূর্ণ নাম | চেন্নাইয়িন ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | মেরিনা মাচান্স[১] | |||
সংক্ষিপ্ত নাম | সিএফসি | |||
প্রতিষ্ঠিত | ২৮ আগস্ট ২০১৪ | |||
মাঠ | জওহরলাল নেহরু স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৪০,০০০ (আইএসএল)[২] | |||
মালিক | ![]() ![]() ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | ইন্ডিয়ান সুপার লিগ | |||
২০২২–২৩ | ইন্ডিয়ান সুপার লিগ, ১১-এর মধ্যে ৮ম প্লেঅফ: যোগ্যতা অর্জন করেনি | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
চেন্নাইয়িনের বিভিন্ন বিভাগ | ||
---|---|---|
![]() |
![]() |
![]() |
ফুটবল (পুরুষ) |
ফুটবল (সংরক্ষিত ও যুব) |
ই-স্পোর্টস |
চেন্নাইয়িন ফুটবল ক্লাব (এছাড়াও চেন্নাইয়িন এফসি নামে পরিচিত) তামিলনাড়ুর চেন্নাই শহরের হয়ে ইন্ডিয়ান সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করা একটি ফুটবল ক্লাব। দলটি জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। ২০১৪ ইন্ডিয়ান সুপার লিগে তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। এই ক্লাবটি ২০১৫ এবং ২০১৭–১৮ মৌসুমের ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জয়লাভ করেছিল।
তামিল ভাষায় 'ইন' বিভক্তির অর্থ হল 'এর'। অর্থাৎ, চেন্নাইয়িন ফুটবল ক্লাব এর বাংলা অর্থ হল চেন্নাই-এর ফুটবল ক্লাব। দৃষ্টি বোম্মাই হল ক্লাবের লোগো, যা তামিলদের কাছে শুভ লক্ষণের প্রতীক।
মৌসুম | পোশাক প্রস্তুতকারক | সামনের পৃষ্ঠপোষক | পেছনের পৃষ্ঠপোষক | বুকের পৃষ্ঠপোষক | হাতার পৃষ্ঠপোষক |
---|---|---|---|---|---|
২০১৪–১৫ | টাইকা স্পোর্টস[৩] | ওজোন গ্রুপ[৪] | রিলায়েন্স ডিজিটাল | – | |
২০১৫–১৬ | হায়ার[৫] | ভলভো | |||
২০১৬–১৭ | পুমা[৬] | টিভিএস | হিমালয়া মেন | লয়েড | |
২০১৭–১৮ | পারফরম্যাক্স | অ্যাপোলো টায়ার্স[৭] | জিও | নিপ্পন পেইন্টস[৮] | |
২০১৮–১৯ | জিপ্রোক | ||||
২০১৯–২০ | ডাফা নিউজ[৯] | শ্রী সরস্বতী বিদ্যামন্দির ইন্সটিটিউট | |||
২০২০–২১ | একো[১০] | ||||
২০২১–বর্তমান | নিভিয়া[১১] | ব্যাটবল১১ |
অবস্থান | নাম |
---|---|
প্রধান কোচ | ![]() |
সহকারী কোচ | ![]() |
![]() | |
গোলরক্ষক কোচ | ![]() |
সহকারী ক্রীড়া বিজ্ঞানী | ![]() |
অবস্থান | নাম |
---|---|
দলের ডাক্তার | ![]() |
প্রধান ফিজিও | ![]() |
সিনিয়র ম্যাসিউর | ![]() |
জুনিয়র ম্যাসিউর | ![]() |
অবস্থান | নাম |
---|---|
দলের ম্যানেজার | ![]() |
ফুটবল অপারেশন প্রধান | ![]() |
কিট ম্যানেজার | ![]() |
![]() | |
সংরক্ষিত অ্যাকাডেমির প্রশিক্ষক | ![]() |
দক্ষিণ ভারতের দুটি ক্লাব বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্স এফসির সঙ্গে চেন্নাইয়িনের প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যা দক্ষিণ ভারতীয় ডার্বি নামে পরিচিত।