চেরামন জুম্মা মসজিদ | |
---|---|
চেরামন জুম্মা মসজিদের আদিরূপ মডেল | |
অবস্থান | পরাভুর - কদুনগালোর রোড, এনএইচ-১৭, মেথালা, কদুনগালোর তালুক |
স্থাপত্য তথ্য | |
ধরন | ট্রেডিশনাল টেম্পল আর্কিটেকচার |
চেরামন জুম্মা মসজিদ হল ভারতের কেরালা প্রদেশের কডুঙগাল্লুর তাল্লুকের মেথেলায় অবস্থিত একটি মসজিদ।[১] চেরামন মসজিদকে বলা হয় ভারতের প্রথম মসজিদ যেটি ৬২৯ সালে মালিক ইবন দিনার নির্মাণ করেন। ভিন্ন বর্ণনায় আছে, আরব পর্যটক সুলায়মান ৮৫১ সালে কেরালা পরিদর্শন করেন, এবং তিনি বর্ণনা করেন তিনি কেরালায় কোন মসজিদ বা মুসলমান দেখতে পাননি।[২] আনুমানিক ১২শ শতকে মসজিদটি সংষ্কার ও বর্ধন করা হয়। ২০১৬ সালে নরেন্দ্র মোদি সৌদি আরব সফরকালে বাদশাহ সালমানকে মসজিদটির একটি রেপ্লিকা উপহার দেন।[৩]