ছটোক জলপ্রপাত | |
---|---|
অবস্থান | মুলা ছটোক, খুজদার জেলা, বেলুচিস্তান, পাকিস্তান |
স্থানাঙ্ক | ২৮°০৯′২১″ উত্তর ৬৭°০৭′৩৬″ পূর্ব / ২৮.১৫৫৮৩২° উত্তর ৬৭.১২৬৭৫০° পূর্ব |
ধরন | ঝরনা |
উচ্চতা | ১,২৩৭ মিটার (৪,০৫৮ ফু)[১] |
ছোটোক জলপ্রপাত যা মুলা ছোটোক জলপ্রপাত নামেও পরিচিত, যা পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তানের খুজদার জেলার মুলা গ্রামে অবস্থিত। মুলা একটি গ্রাম এবং খুজদার জেলার তেহসিল যা খুজদার থেকে প্রায় ১০৬ কিলোমিটার (৬৬ মা) দূরে।[২] ছোটোক জলপ্রপাত দুই পাহাড়ের মাঝে শীতল পানির স্রোতে পড়ে।[১] [৩] [৪]