ছবি মেলা ঢাকায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব।[১][২] এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব।[৩][৪][৫] দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এ উৎসবের আয়োজন করে থাকে।[৬]
২০০০ সাল থেকে দুই বছর অন্তর এটি আয়োজন করা হয়ে থাকে।
ছবি মেলার নবম আসর ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ সপ্তাহব্যাপী চলে। এতে বাংলাদেশসহ ১৯টি দেশের ২৭ জন শিল্পী অংশ নেয়। উৎসবের মূল প্রদর্শনীস্থল ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া পুরান ঢাকার তিনটি স্থানে এ উৎসব অনুষ্ঠিত হয়।[৭]
দশম আসর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলে। এতে ২১টি দেশের ৪৪ জন শিল্পীর কাজ নিয়ে ৩৩টি প্রদর্শনী ছিল। ছিল আটটি কর্মশালা। উৎসবের মূল প্রদর্শনীস্থল ছিল দৃক-পাঠশালা ভবন। অন্যান্য গ্যালারি হিসেবে ছিল ধানমন্ডি ও পান্থপথে অবস্থিত দৃকের দুটি গ্যালারি, গ্যেটে ইনস্টিটিউট, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ, বৃত্ত আর্ট ট্রাস্ট এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা।[৮]
ছবি মেলার একাদশ আসর ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১০ দিনব্যাপী চলে। করোনার কারনে কেবল বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার মোট ৫টি দেশের ৭৫ জন শিল্পীদের কাজ স্থান পেয়েছিল ছবি মেলায়। প্রদর্শনীস্থল ছিল রাজধানীর শুক্রাবাদে দৃকপাঠ ভবনে।[৯]