ছয়টি তীর (তুর্কি: Altı Ok) হলো তুর্কি প্রজাতন্ত্রী জনতা দলের (সিএইচপি) প্রতীক ও পতাকা। তীরগুলো তুরস্কের প্রতিষ্ঠাতা আদর্শ কামালবাদের মৌলিক স্তম্ভগুলোর প্রতিনিধিত্ব করে৷[১] এগুলো হল প্রজাতন্ত্রবাদ, সংস্কারবাদ, ধর্মনিরপেক্ষতা নীতি, জনতাবাদ, জাতীয়তাবাদ ও পরিসংখ্যানবাদ।[২] তীরগুলো তুর্কি শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন তুর্কি বিজ্ঞানী ইসমাইল হাক্ক টোঙ্গুচ[৩] তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়।[৪] ১৯৩৭ সালের ৫ ফেব্রুয়ারিতে তুর্কি সংবিধানে ছয় তীরের নীতিগুলো যুক্ত করা হয়। আগস্ট ১৯৩৮ থেকে সমস্ত সরকারি ভবনে এর পতাকা উত্তোলন করা হয়েছিলো।[৫]