ছিছোরে | |
---|---|
পরিচালক | নিতেশ তেওয়ারি |
প্রযোজক | সাজিদ নাদিয়াদওয়ালা |
শ্রেষ্ঠাংশে | সুশান্ত সিং রাজপুত শ্রদ্ধা কাপুর বরুণ শর্মা সিদ্ধার্থ প্রতীক বাব্বার তাহির রাজ ভাসিন নাভিন পলিশেঠি তুষার পান্ডে |
সুরকার | প্রীতম |
প্রযোজনা কোম্পানি | নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওজ |
মুক্তি | ৬ সেপ্টেম্বর, ২০১৯ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৫০ কোটি |
আয় | ₹২১৫ কোটি |
ছিছোরে (হিন্দি: छिछोरे; অনু. অসভ্য) একটি হিন্দি ভাষার কমেডিধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন নিতেশ তেওয়ারি ও পরিচালনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইন্টমেন্টের ব্যানারে। চলচ্চিত্রটি ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পায়।
চলচ্চিত্রটির কিছু অংশের চিত্রগ্রহণ সম্পন্ন হয় ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান বোম্বেতে।[২] চলচ্চিত্রটির প্রথম ধাপের চিত্রগ্রহণ ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলে।[৩][৪][৫] এরপর দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ ১৪ নভেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলে।[৬] [৭] এরপর ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়।