ছিল্কিরানা Club silverline | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
![]() | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Lycaenidae |
গণ: | Cigaritis |
প্রজাতি: | C. syama |
দ্বিপদী নাম | |
Cigaritis syama Horsfield, 1829 | |
প্রতিশব্দ | |
Spindasis syama |
ছিল্কিরানা (বৈজ্ঞানিক নাম: Cigaritis syama (Horsfield))[১] এক প্রজাতির মাঝারী আকারের কালচে খয়েরি রঙের প্রজাপতি। এরা ‘লাইসিনিডি’ গোত্রের[২] এবং ‘থেকলিনি’ উপগোত্রের সদস্য।
ভারতে প্রাপ্ত ছিল্কিরানা এর উপপ্রজাতি হলো-[৩]
ছিল্কিরানা এর প্রসারিত অবস্থায় ডানার আকার ২৬-৪০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
এই প্রজাতি ভারত এর সিকিম থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, ঝাড়খণ্ড, ওড়িষ্যা[৪], নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৫]
এরা দ্রুত উড়ান দেয়। ছিল্কিরানাদের ফুলের উপর, পচা পাতার স্তূপের উপর বসে থাকতে দেখা যায়। সাধারনত ডানা খোলা অবস্থায় রৌদ্র পোহাতে থাকে। অনেক্ষণধরে বসে থাকলে পিছনের ডানাদুটি একে অপরের সাথে ক্রমাগত ঘষতে দেখা যায়।[১]