জ (ইন্ডিক)

Ja
বাংলা দেবনাগরী গুরুমুখী গুজরাটি ওড়িয়া
Ja Ja Ja
তামিল তেলুগু কন্নড় মালয়ালম সিংহলী
থাই লাও তিব্বতি বর্মী খমের
   
বায়বায়িন হানুনো বুহিদ তাগবানওয়া লোনতারা
- - - -
বালী সুন্দা লিম্বু তাই লে নয়া তাই লু
 
লেপছা সৌরাষ্ট্র রেজং জাভাই চাম
থাই থম থাই ভিয়েত কায়াঽ লি ফাগ্‌স-পা সিদ্ধং
  -- -   Siddhaṃ 'Ja'
মহাজনি খোজকি খোদাবাদি সিলেটি মেইতেই
𑅛 𑈐 𑈑 𑋂 𑋃
Modi তিরহুতা কৈথি সোরা গ্রন্থ
𑘕 𑒖 𑂔 𑃠 𑌜
চাকমা শারদা তাকরি খরোষ্ঠী ব্রাহ্মী
𑄎 𑆘 𑚑 𐨗 Brahmi 'Ja'
ধ্বনিগ্রামিক প্রতিনিধি: /d͡ʒ/
আসলিব প্রতিবর্ণীকরণ: ja
ইসকি কোড পয়েন্ট: BA (186)

হলো ভারতীয় আবুগিদার অষ্টম ব্যঞ্জনবর্ণ। আধুনিক ভারতীয় লিপিগুলিতে জ গুপ্ত বর্ণ -এর মধ্য দিয়ে ব্রাহ্মী বর্ণ ng থেকে উদ্ভূত হয়েছিল।

গণিতে জ (ज)

[সম্পাদনা]

আর্যভট্টের ব্যবহার

[সম্পাদনা]

ভারতীয় সংখ্যা প্রণালী সৃষ্টির পেছনে আর্যভট্টের দেবনাগরী অক্ষর সমূহকে প্রায় গ্রীকদের দ্বারা সংখ্যা লেখার মতো ব্যবহার করা হত। ज’র বিভিন্ন রূপের মানসমূহ নিচে দেয়া হল:[]

  • [d͡ʒə] = ৮ (८)
  • जि [d͡ʒɪ] = ৮০০ (८००)
  • जु [d͡ʒʊ] = ৮০,০০০ (८० ०००)
  • जृ [d͡ʒri] = ৮,০০০,০০০ (८० ०० ०००)
  • जॢ [d͡ʒlə] = ৮×১০ (८०)
  • जे [d͡ʒe] = ৮×১০১০ (८०१०)
  • जै [d͡ʒɛː] = ৮×১০১২ (८०१२)
  • जो [d͡ʒoː] = ৮×১০১৪ (८०१४)
  • जौ [d͡ʒɔː] = ৮×১০১৬ (८०१६)

বাংলা জ

[সম্পাদনা]

হল বাংলা ভাষার অষ্টম ব্যঞ্জনবর্ণ এবং বাংলা বর্ণমালার ১৯তম বর্ণ।

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

এটি একটি পূর্ণমাত্রাবিশিষ্ট ব্যঞ্জনধ্বনি ধ্বনি। ২৫ টি স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনির একটি এবং চ-বর্গের অন্তর্গত অঘোষ অল্পপ্রাণ ধ্বনি।

ব্যবহার

[সম্পাদনা]
স্বরবর্ণ 'জ'র সাথে যুক্ত হলে
জা
জি
জী
জু
জূ
জৃ
জে
জৈ
জো
জৌ

যুক্তবৰ্ণ (জ যোগে)

[সম্পাদনা]

জ + জ = জ্জ
জ + জ + ব = জ্জ্ব = উজ্জ্বল
জ + ঝ = জ্ঝ
জ + ঞ = জ্ঞ = বিজ্ঞান
জ + ব = জ্ব = জ্বালা
জ + য = জ্য = রাজ্য
জ + র = জ্ৰ = বজ্র

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ifrah, Georges (২০০০)। The Universal History of Numbers. From Prehistory to the Invention of the Computer (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: John Wiley & Sons। পৃষ্ঠা 447–450। আইএসবিএন 0-471-39340-1