জঁ-ক্লেয়ার তোদিবো

জঁ-ক্লেয়ার তোদিবো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জঁ-ক্লেয়ার তোদিবো
জন্ম (1999-12-30) ৩০ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান কেইয়েন, ফরাসি গায়ানা[]
উচ্চতা ১.৯০ মি (৬ ফু ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নিস
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০০৭–২০১৬ এফসি লি লিলা
২০১৬–২০১৮ তুলুজ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৮ তুলুজ বি (০)
২০১৮–২০১৯ তুলুজ ১০ (১)
২০১৯–২০২১ বার্সেলোনা (০)
২০২০শালকে ০৪ (ধারে) (০)
২০২০–২০২১বেনফিকা (ধারে) (০)
২০২১নিস (ধারে) ১৫ (১)
২০১৯–২০২১ নিস (০)
জাতীয় দল
২০১৮–১৯ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৭ জুন ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯ নভেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

জঁ-ক্লেয়ার তোদিবো (জন্ম: ৩০ ডিসেম্বর  ১৯৯৯) একজন ফরাসি ফুটবলার যিনি ফ্রান্সের ক্লাব নিস এর হয়ে  সেন্টার ব্যাক হিসেবে খেলে থাকেন।

তোদিবোর ফুটবলার জীবনের হাতেখড়ি হয় ফরাসি ক্লাব এফসি লি লিলাতে। ২০১৬ সালে তোদিবো আরেক ফরাসি ক্লাব তুলুজ-এ যোগ দেন। তুলুজ বি এর হয়ে তোদিবোর পেশাদার ফুটবলার জীবন শুরু হয় ২০১৭ সালে। ২০১৮ সালে তিনি তুলুজের মূল দলের সাথে যুক্ত হন। ২০১৯ সালের জানুয়ারিতে তোদিবো বার্সেলোনায় যোগদান করেন। কিন্তু বার্সেলোনায় তিনি নিয়মিত হতে পারেন নি। বিভিন্ন মেয়াদে শালকে ০৪, বেনফিকানিস-এ ধারে কাটানোর পর ২০২১ সালে নিস তাকে ৮৫ লক্ষ ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে কিনে নেয়।

পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
২৫ মে ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
তুলুজ বি ২০১৬–১৭
২০১৭–১৮
মোট
তুলুজ ২০১৮–১৯ ১০ ১০
মোট ১০ ১০
বার্সেলোনা ২০১৮–১৯
২০১৯–২০
মোট
শালকে ০৪ (ধারে) ২০১৯–২০ ১০
বেনফিকা (ধারে) ২০২০–২১
নিস (ধারে) ২০২০–২১ ১৫ ১৭
নিস ২০২১–২২
মোট
সর্বমোট ৪৫ ৫২

সম্মাননা

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
বার্সেলোনা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Calciomercato, chi è Jean-Clair Todibo"Fox Sports। ১৭ নভেম্বর ২০১৮। ৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯