ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জঁ-পিয়ের রোজে গিইয়োম পাপাঁ[১] | ||||||||||||||||
জন্ম | ৫ নভেম্বর ১৯৬৩ | ||||||||||||||||
জন্ম স্থান | বুলইন-স্যুর-মের, ফ্রান্স | ||||||||||||||||
উচ্চতা | ১.৭৬ মি | ||||||||||||||||
মাঠে অবস্থান | Striker | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | C'Chartres Football (manager) | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
1983–1984 | INF Vichy | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
1984–1985 | Valenciennes | 33 | (15) | ||||||||||||||
1985–1986 | Club Brugge | 31 | (20) | ||||||||||||||
1986–1992 | Marseille | 215 | (134) | ||||||||||||||
1992–1994 | Milan | 40 | (18) | ||||||||||||||
1994–1996 | Bayern Munich | 27 | (3) | ||||||||||||||
1996–1998 | Bordeaux | 55 | (22) | ||||||||||||||
1998–1999 | Guingamp | 10 | (3) | ||||||||||||||
1999–2001 | Saint-Pierroise | 27 | (13) | ||||||||||||||
মোট | 438 | (228) | |||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||
1986–1995 | France | 54 | (30) | ||||||||||||||
পরিচালিত দল | |||||||||||||||||
2004–2006 | Bassin d'Arcachon | ||||||||||||||||
2006–2007 | Strasbourg | ||||||||||||||||
2007–2008 | Lens | ||||||||||||||||
2009–2010 | Châteauroux | ||||||||||||||||
2014–2015 | Bassin d'Arcachon | ||||||||||||||||
2020– | C'Chartres Football | ||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
জঁ-পিয়ের রোজে গিইয়োম পাপাঁ (ফরাসি: Jean-Pierre Roger Guillaume Papin; আ-ধ্ব-ব: [ʒɑ̃ pjɛʁ papɛ̃]; জন্ম ৫ই নভেম্বর, ১৯৬৩) একজন প্রাক্তন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি ১৯৯১ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং সেবছর বালোঁ দর শিরোপাটি অর্জন করেন। বর্তমানে তিনি ফরাসি শঁপিওনা নাসিওনাল দো লিগের সেশার্ত্র ফুটবল ক্লাবের ব্যবস্থাপক।
পাপাঁ ১৯৮৬ থেকে ১৯৯২ সালের মধ্যবর্তী সময়ে ওলাঁপিক দ্য মার্সেই ফুটবল ক্লাবে খেলতে তাঁর জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলি অর্জন করেন। এরপর তিনি এসি মিলান, বায়ার্ন মিউনিখ, বর্দো, গাঁগঁ, সাঁ-পেরোয়াজ এবং মার্কিন কাপ-ফেরেট ক্লাবগুলির হয়ে খেলেন। তিনি ফ্রান্সের জাতীয় ফুটবল দলের হয়ে ৫৪টি খেলায় অংশ নেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৭ বছরেরও বেশি সময় ধরে ইউরোপের বৃহত্তম সমস্ত ক্লাব প্রতিযোগিতায় মোট ৬২০ টিরও বেশি ম্যাচ খেলে তিনি ৩৫০টিরও বেশি গোল করেছেন।