জঁ-পিয়ের রাফারাঁ | |
---|---|
Jean-Pierre Raffarin | |
ফ্রান্সের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ৬ মে ২০০২ – ৩১ মে ২০০৫ | |
রাষ্ট্রপতি | জাক শিরাক |
পূর্বসূরী | লিওনেল জস্প্যাঁ |
উত্তরসূরী | দোমিনিক দ্য ভিলপ্যাঁ |
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১৮ মে ১৯৯৫ – ৪ জুন ১৯৯৭ | |
প্রধানমন্ত্রী | আল্যাঁ জুপে |
পূর্বসূরী | আল্যাঁ মাদলাঁ |
উত্তরসূরী | মারিলিজ ল্যব্রাঁচ্যু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পোয়াতিয়ে, ফ্রান্স | ৩ আগস্ট ১৯৪৮
রাজনৈতিক দল | লিবারাল ডেমোক্রেসি (২০০২-এর পূর্বে); ইউএমপি |
দাম্পত্য সঙ্গী | আন-মারি পেরিয়ে (বি. ১৯৮০) |
পেশা | আইনজীবী |
ধর্ম | রোমান ক্যাথলিক |
জঁ-পিয়ের রাফারাঁ[ক] (ফরাসি: Jean-Pierre Raffarin জপ্য়ের্ রাফ়ার্যেঁ) (জন্ম ৩ আগস্ট ১৯৪৮) ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রীত্ব করেছিলেন। এছাড়া তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনেটের উপ-সভাপতি ছিলেন।
রাফারাঁ ১৯৪৮ সালের ৩রা আগস্ট ফ্রান্সের পোয়াতিয়ে শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জঁ রাফারাঁ ছিলেন পিয়ের মঁদেস-ফ্রঁস সরকারের (১৯৫৪-১৯৫৫) কৃষি উপমন্ত্রী।[১] তিনি পান্থেওন-আসাস বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন,[২] এবং পরে ইএসসিপি ইউরোপ বিজনেস স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বিপণনে তার পেশাদারী কর্মজীবন শুরু করেন।
১৯৯৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে অধিকাংশ ইউডিএফ রাজনীতিবিদ এদুয়ার বালাদুরকে সমর্থন করেন, কিন্তু তিনি জাক শিরাকের পক্ষ নেন। ফলাফলস্বরূপ তিনি অ্যালাঁ জুপের মন্ত্রিসভায় (১৯৯৫-১৯৯৭) ক্ষুদ্র ও মাঝারি-আকারের কোম্পানি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী হিসেবে মনোনীত হন।
২০০২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি উনিওঁ পুর অ্যাঁ মুভমাঁ পপ্যুলেরের হয়ে জাক শিরাকের পক্ষে কাজ করেন। পুনঃনির্বাচনের পর শিরাক রাজনৈতিক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেন। এছাড়া বামপন্থী ভোটারদের দ্বারা বিশেষ দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত শিরাক মন্ত্রিসভা ও ২০০২ সালের জুনের আইনি ক্যাম্পেইন পরিচালনার জন্য একজন মধ্যপন্থীর খোঁজ করেন। রাফারাঁ এই দলের পুনর্গঠনে অংশ নেন। তিনি ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেন।[৩]
রিবন বার | সম্মাননা | দেশ | বছর |
---|---|---|---|
লেজিওঁ দনরের গ্র্যান্ড ক্রস | ফ্রান্স | ২০০৮ | |
অর্দ্র নাশিওনাল দ্যু মেরিতের গ্র্যান্ড ক্রস | ফ্রান্স | ২০০২ | |
ন্যাশনাল অর্ডার অব কেবেকের নাইট | কানাডা | ২০০৩ | |
অর্ডার অব দ্য স্টার অব রোমানিয়ার গ্র্যান্ড ক্রস | রোমানিয়া | ২০০৪ | |
মেডেল অব ফ্রেন্ডশিপ | গণচীন | ২০১৯ |