জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
জঁ-বাতিস্ত ল্যুলি (ফরাসি: Jean-Baptiste Lully ২৮শে নভেম্বর, ১৬৩২ - ২২শে মার্চ, ১৬৮৭) একজন ইতালীয় বংশোদ্ভূত ফরাসি সঙ্গীতবিদ ছিলেন। ল্যুলি ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলে তার আদালতে কাজ করতেন। ল্যুলিকে বারোক সঙ্গীতের গুরু ধরা হয়। ১৬৬১ সালে তিনি ফরাসি নাগরিকত্ব লাভ করেন।[১][২][৩]