![]() | |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২২ এপ্রিল ১৯৬৯ |
আচার্য | ভি কে সারস্বত[১] |
উপাচার্য | মামিদাল জগদীশ কুমার[২] |
পরিদর্শক | ভারতের রাষ্ট্রপতি |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৬১৪[৩] |
শিক্ষার্থী | ৮৪৩২[৩] |
স্নাতক | ৯০৫ [৩] |
স্নাতকোত্তর | ২১৫০2[৩] |
৫২১৯ [৩] | |
অন্যান্য শিক্ষার্থী | ১৫৮[৩] |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহর, মোট ১,০১৯ একর (৪.১২ বর্গকিলোমিটার) |
সংক্ষিপ্ত নাম | জেএনইউ |
অধিভুক্তি | ইউজিসি NAAC AIU |
ওয়েবসাইট | www |
![]() |
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (আরবি: جامعة جواهرلال نهرو, ইংরেজি: Jawaharlal Nehru University, হিন্দি: जवाहरलाल नेहरू विश्वविद्यालय, উর্দু: جواہر لال نہرو یونیورسٹی) ভারত-এর নতুন দিল্লি'র দক্ষিণাংশে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এটি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানববিদ্যা, আনর্জাতিক অধ্যয়ন প্রভৃতি বিষয়ে উচ্চ মানের শিক্ষা ও গবেষণায় সমগ্র ভারতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলির অন্যতম। জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি পরিষদ/National Assessment and Accreditation Council(NAAC)-এর জুলাই ২০১২-র সমীক্ষা অনুযায়ী জেএনইউ ভারতের সেরা বিশ্ববিদ্যালয়।[৪] ২০১৭ সালে ন্যাশনাল ইন্সটিটিউশন রেঙ্কিং ফ্রেমওয়ার্ক/ National Institutional Ranking Framework (NIRF) কর্তৃক সার্ভেতে ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ইতিপূর্বে তাদের নিকট জেএনইউ তৃতীয় স্থানে ছিল। একই বছরে জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি পরিষদ (NAAC) ঘোষণা করে যে, তাদের নিকট জেএনইউ "A" থেকে "A++" গ্রেড-এ পৌঁছেছে।[৫]
সারা ভারত জুড়ে জেএনইউ কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলি নিম্নে দেওয়া হলো: [৬]
প্রতিরক্ষা প্রতিষ্ঠান
গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব খবর জানতে চোখ রাখুন ভারতের সর্বাধিক জনপ্রিয় বাংলা সংবাদপত্র, আনন্দবাজার পত্রিকা - এ.
"জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়"। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।