জগমোহন ডালমিয়া | |
---|---|
![]() | |
সভাপতি, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | |
কাজের মেয়াদ ২ মার্চ ২০১৫[১] – ২০ সেপ্টেম্বর ২০১৫ (মৃত্যু পর্যন্ত) | |
পূর্বসূরী | শিবলাল যাদব |
কাজের মেয়াদ ২০১৩ – ২০১৩ | |
পূর্বসূরী | এন. শ্রীনিবাসন |
উত্তরসূরী | শিবলাল যাদব |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৪ | |
পূর্বসূরী | এ. সি. মুথিয়া |
উত্তরসূরী | রণবীর সিং মহেন্দ্র |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কলকাতা, ব্রিটিশ ভারত | ৩০ মে ১৯৪০
মৃত্যু | ২০ সেপ্টেম্বর ২০১৫ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | (বয়স ৭৫)
জাতীয়তা | ভারতীয় |
সন্তান | ২ |
জগমোহন ডালমিয়া, (৩০ মে ১৯৪০ - ২০ সেপ্টেম্বর ২০১৫) বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন। তিনি মিডিয়া জগতে "ভারতীয় ক্রিকেটের ম্যাকিওভেলী", "বাস্তববাদী রাজনীতির গুরু", "প্রত্যাবর্তনের গুরু" প্রভৃতি সম্মানসূচক বিশেষণে ভূষিত ছিলেন।[২] তিনি দীর্ঘকাল ধরে ভারত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও বঙ্গীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। পূর্বে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতা শহরে একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।
ডালমিয়া ১৯৪০ সালের ৩০ মে কলকাতায় এক মারোয়াড়ি পরিবারে জন্মগ্রহণ করেন।[৩][৪] তিনি স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন।[৫]
ডালমিয়া ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি কলকাতার বনমুক্তা চক্ষু ব্যাংকে মরণোত্তর চক্ষু দান করে যান।
পূর্বসূরী স্যার ক্লাইড ওয়ালকট |
আইসিসি সভাপতি ১৯৯৭–২০০০ |
উত্তরসূরী ম্যালকম গ্রে |