Jaghori جاغوری | |
---|---|
District | |
নীতিবাক্য: ফার্সি: جاغوری سرزمین آرزوها | |
Location in Afghanistan | |
স্থানাঙ্ক: ৩৩°৭′৫৯″ উত্তর ৬৭°২৭′১৩″ পূর্ব / ৩৩.১৩৩০৬° উত্তর ৬৭.৪৫৩৬১° পূর্ব | |
Country | আফগানিস্তান |
Province | Ghazni |
Capital | Sang-e-Masha |
আয়তন | |
• মোট | ১,৮৫৫ বর্গকিমি (৭১৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫,৬০,০০০ |
সময় অঞ্চল | + 4.30 |
জঘরি (ফার্সি: جاغوری) আফগানিস্তানের গজনি প্রদেশের অন্যতম প্রধান জেলার একটি।এটি হাজারাযাত অঞ্চলের দক্ষিণে পার্বত্য অঞ্চলে অবস্থিত। এটির আয়তন ১,৮৫৫ কিমি২ জায়গা দখল করে আছে। এটির উপরের দিকে আর্গান্দাব উপত্যকা অবস্থিত।[১] ২০১৫ সালের জনসংখ্যার আনুমানিক হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ৫৬০,০০০ এর বেশি হতে পারে বলে অনুমান করা হয়েছিল। জেলার রাজধানী শহরের নাম হচ্ছে সাং-ই-মাশা। এছাড়াও এখানে একটি সুন্দর বাজারও রয়েছে। জেলাটি মূলত আয়ের উৎস এবং খাদ্যের প্রধান উৎস হিসাবে কৃষির উপর ব্যাপকভাবে নির্ভর করা হয়। প্রধান বাজারের এলাকা বলতে হটকোল এবং আঙ্গুরি রয়েছে।